ফলাফল

এসএসসি বৃত্তির রেজাল্ট ২০২১ – ২০২২ পিডিএফ ডাউনলোড

এসএসসি বৃত্তি রেজাল্ট ২০২১: বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি বৃত্তি ফলাফল ১৫ই ফেব্রুয়ারী প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এখান থেকে ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, দিনাজপুর, সিলেট, রাজশাহী ও মাদ্রাসা বোর্ডের স্কলারশিপ রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এবছর জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।

এসএসসি বৃত্তির রেজাল্ট ২০২১ -২০২২

এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককলীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।
Board Name Talent Pool Scholarship General Scholarship
Dhaka 906 5691
Mymensingh 185 1641
Rajshahi 507 2799
Comilla 269 2971
Sylhet 89 1429
Barisal 187 1283
Jessore 301 2296
Chittagong 235 1916
Dinajpur 321 2474

এসএসসি বৃত্তির রেজাল্ট পিডিএফ

এসএসসি বৃত্তির ফলাফল ২০২১ প্রকাশিত হয়েছে। খুব সহজে এখান থেকে এসএসসি বৃত্তির ফলাফল ২০২১ সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর এসএসসি রেজাল্টের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। প্রতিবছরের ন্যায় এবারো সকালে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন। তারপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিত বোর্ড: ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা , ময়মনসিংহ

অধিদপ্তর আরও জানিয়েছে, জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেয়া হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button