ফলাফল

ডিগ্রী সিজিপিএ রেজাল্ট ২০২৩ – ডিগ্রী সমন্বিত ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী সিজিপিএ রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ডিগ্রী সমন্বিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে ৮ ফেব্রুয়ারি সন্ধান ৮টার পর। ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২০২২ সালের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সমন্বিত রেজাল্ট এবং ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় বর্ষের সংশোধিত ফলাফল অনুযায়ী ২,১০,০০০ জন শিক্ষার্থীর সমন্বিত ফলাফল (CGPA) আজ ৮ ফেব্রুয়ারি তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হলো। পরীক্ষার্থীরা ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে প্রবেশ করে চুড়ান্ত রেজাল্ট দেখতে পাবে।

ডিগ্রী সিজিপিএ রেজাল্ট ২০২৩

গত ৮ ফেব্রুয়ারী ২০২৩, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সারা দেশের ৭০১ টি কেন্দ্রে ১৮৫৯ টি কলেজের সর্বমােট ১,৯৯,০৯১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে গড় উত্তীর্ণের হার ৪৯.৫০%।

আজ আপনাদের সামনে তুলে ধরব কিভাবে মার্কসিট সহ ডিগ্রীর ৩ বছরের সমন্বিত রেজাল্ট একসাথে দেখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট এ মার্কসিট সহ ডিগ্রীর ৩ বছরের সিজিপিএ রেজাল্ট রেজাল্ট প্রকাশ করছে। খুব সহজেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল পেতে পারেন।

ডিগ্রী সমন্বিত ফলাফল ২০২৩

  •  ডিগ্রি ৩ বছরের রেজাল্ট একসাথে দেখতে ভিজিট করুন  http://www.nu.ac.bd/results/
  • তারপর রেজাল্ট পেজের বাম সাইড এর সার্চ অপশনে Degree ক্লিক করে consolidated result সিলেক্ট করুন।
  • এরপর সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রাশন নম্বর এবং পরীক্ষার বছর ২০২২ দিন।
  • এরপর ক্যাপচা কোড ঠিক ভাবে এন্ট্রি দিন।
  • এরপর সার্চ রেজাল্ট এ ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে মার্কসিট সহ ডিগ্রীর ৩ বছরের সিজিপিএ ফলাফল আমাদের এখান থেকেও দেখা যাবে। উপরের নিয়ম অনুযায়ী নিচের রেজাল্ট দেখুন।

উপরের অপশন কাজ না করলে নিচের অপশন থেকে রেজাল্ট দেখুন।

Degree CGPA / Consolidated Result
Registration Number*
Course
Exam Year:

3rd year Result

NU Degree 3rd Year Result
Registration Number*
Course
Exam Year:

 

এছাড়া ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর কোন অভিযোগ/আপত্তি গ্রহণ করা হবে না।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button