ফলাফল

SSC রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম – অনলাইন ও SMS নিয়ম

মোবাইলে SSC রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম: এসএসসি শিক্ষার্থী বা যে কেউ ঘরে বসেই মোবাইলে এসএমএস করে অথবা ইন্টারনেট থেকে মুহুর্তে রেজাল্ট দেখতে পারবে। এসএসসি রেজাল্ট নিয়ে তোমার ভেতরে নিশ্চয় অনেক উত্তেজনা আর ভয়ও কাজ করছে, তাই না? সত্যি বলতে আমাদের সবারই বিভিন্ন পরীক্ষা বিশেষ করে বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয়ার মুহুর্তে একটা উত্তেজনা আর ভয় কাজ করে। তাই চিন্তার কারণ নেই, তুমি যেমন দিয়েছিলে ফল তেমনি পাবে। যাহোক, এই আর্টিকেলে আমি আজকে এসএসসি রেজাল্ট ২০২৩ এবং মোবাইলে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব।

এসএসসি রেজাল্ট ২০২৩ কখন?

তোমরা অনেকেই হয়তোবা এটা জানো যে শিক্ষা বোর্ড ইতোমধ্যে এসএসসি রেজাল্ট ২০২৩ ফলাফলের সঠিক তারিখটি জানিয়েছে। এসএসসি ও সমমানের রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে ২৮ জুলাই। এইদিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রেজাল্ট উদ্ভোধন করবেন এবং শিক্ষা বোর্ড দুপুর ১২টায় সেই রেজাল্ট অনলাইন ওয়েবসাইটে প্রকাশ করবে। তার মানে তোমরা তোমাদের  এসএসসি রেজাল্ট ২০২৩ দুপুর ১২টায় অনলাইনে দেখতে পারবে।

মোবাইলে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

মোবাইলের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন উপায়ে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট ২০২৩ দেখতে পারবে। অনেকেই মনে করে অনলাইনে বোর্ড রেজাল্ট দেখা খুব কঠিন। আসলে সেটা সত্যি নয়। তোমরা খুব সহজেই মাত্র কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে মোবাইলে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম সম্পর্কে জানতে হবে। আমি এই আর্টিকেলে অনেকগুলো উপায় নিয়ে হাজির হয়েছি, তোমরা ইচ্ছে করলে যেকোনো একটি উপায়েই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো চল দেখে আসিসেই নিয়মগুলো ।

এসএমএস এর মাধ্যমে দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট ২০২৩ এসএমএস এর মাধ্যমে খুব সহজেই তুমি দেখতে পারবে। তার জন্য তোমাকে শুধু ছোট্ট কিছু ধাপ অণুসরণ করতে হবে। তবে ধাপগুলো কঠিন কিছু নয়। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে আশা করছি। কারণ আমি প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে সাজানোর চেষ্টা করেছি, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য।

এসএসসি রেজাল্ট ২০২৩ এসএমএস এর মাধ্যমে দেখার নিয়মঃ

  • ধাপ ১- প্রথমে তুমি তোমার মোবাইলের ম্যাসেজ অপশনে যাও
  • ধাপ ২- সেখানে গিয়ে SSC টাইপ করে ১টি Space (ফাঁক) দাও
  • ধাপ ৩- তারপর তোমার শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম ৩টি অক্ষর দাও
  • ধাপ ৪- এরপরে ১টি Space (ফাঁক) দিয়ে তোমার এসএসসি রোল নম্বর লিখ
  • ধাপ ৫- আর তারপর আরেকটি Space (ফাঁক) দিয়ে তোমার পরীক্ষার সাল ২০২৩ লিখ
  • ধাপ ৬ এবং সর্বশেষ- এখন মেসেজটি 16222 এ সেন্ড করে দাও;

বিষয়টি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটি উদাহরণ রেখেছি। তোমরা চাইলে উদাহরণটি দেখতে পার-

SSC DHA 212674 2023 Send to 16222

তারপর ফিরতি ম্যাসেজেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। তবে ম্যাসেজটি পাঠানোর জন্য তোমাদের একাউন্ট থেকে ২.৬৭ (ব্যাটসহ) টাকা কেটে নেওয়া হবে।

এসএসসি রেজাল্ট অনলাইনে দেখার নিয়ম

এখন আমি তোমাকেএসএসসি রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখার নিয়ম সম্পর্কে বলবো। আশাকরি আমার ব্যাখ্যা তোদেরমার কাছে সহজ ও বোধগম্য লাগবে কারণ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে সাবলীল, নির্ভুল এবং সহজ ব্যাখ্যা দেয়ার। তাহলে দেরি না করে চল দেখে আসি এসএসসি রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখার নিয়ম। নিচের ধাপগুলো অনুসরণ করলেই হবে।

  • ধাপ ১- educationboardresults.gov.bd এ লিংকে ক্লিক কর।
  • ধাপ ২- Examination Type:থেকে SSC/Dakhil/Vocationalসিলেক্ট কর
  • ধাপ ৩- পরীক্ষার সাল (Year) নির্বাচন করঃ ২০২৩
  • ধাপ ৪- তারপর তোমার নিজের বোর্ডের (Board) নাম নির্বাচন কর
  • ধাপ ৫- তোমার রোল (Roll) নম্বর লিখঃ যেটা তুমি তোমার এডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডে পাবে।
  • ধাপ ৬- এরপর তোমার রেজি ( No) নম্বর দাওঃ এটাও তুমি তোমার এডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডে পাবে।
  • ধাপ ৭- এ পর্যায়ে তোমার কাছে দুইটি সংখ্যার যোগফল চাইবে, যেটা সিকিরিটি পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়। তুমি দুইটি সংখ্যা যোগফলের উত্তর লিখ।
  • ধাপ ৮- এরপর আলতো করে Submit বাটনে একটা ছোঁয়া দাও মানে ক্লিক কর।

ব্যাস, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার রেজাল্ট তোমার চোখের সামনে দেখতে পাবে। জানাতে ভুলবে না কিন্তু। J

এসএসসি রেজাল্ট ২০২৩ রেজি নম্বর ছাড়া দেখার নিয়ম

তুমি চাইলে তোমার এসএসসি রেজাল্ট রেজি নম্বর ছাড়াও দেখতে পারবে। আর এটাও তেমন কঠিন কিছু নয়। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই পারবে। তাহলে চলো দেখে আসে এসএসসি রেজাল্ট ২০২৩ রেজি নম্বর ছাড়া দেখার নিয়ম এর ধাপগুলোঃ

  • ধাপ ১- http://www.eboardresults.com, এই লিংকে প্রবেশ কর।
  • ধাপ ২- Examination Type নির্বাচন কর: SSC/Dakhil/Vocational
  • ধাপ ৩- তোমার পরীক্ষার সাল (Year) নির্বাচন কর: 2021
  • ধাপ ৪- তোমার বোর্ড (Board) নির্বাচন কর: Dhaka, Rajsahi, Khulna etc.
  • ধাপ ৫- রেজাল্ট ধরন (Result Type) দাও: Individual Result
  • ধাপ ৬- তোমার রোল (Roll) নম্বর দাও
  • ধাপ ৭- এখানে রেজি নম্বর (Reg. No) চেয়েছে। তবে এটা অপশনাল। মানে এটা না দিলেও তোমার রেজাল্ট আসবে।
  • ধাপ ৮- এই ধাপে তোমার সিকিউরিটি পরীক্ষা করা হবে। একটা বক্সে কিছু সংখ্যা দেখা যাবে, সঠিক এবং নির্ভুল সংখ্যাগুলো পাশের বক্সে দাও।
  • ধাপ ৯- আর এ পর্যায়ে বাটনে একটা নরম ক্লিক দিয়ে দাও।

সবশেষে, উপরে দেয়া যেকোনো একটি নিয়ম সঠিকভাবে ফলো করতে পারলেই তুমি তোমার এসএসসি রেজাল্ট ২০২৩ খুব সহজেই দেখতে পারবে আশা করি। আমি প্রত্যেকটা নিয়ম খুব সহজেই ধাপে ধাপে দেখিয়ে দেয়ার চেষ্টা করেছি। যাইহোক, তোমাদের রেজাল্টের জন্য শুভ কামনা রইল। ভালো রেজাল্ট আসলে তো ভালোই, আর খারাপ রেজাল্ট আসলে মন খারাপ না করে বরং এইচএসসিতে ফাটিয়ে দেয়ার পরিকল্পনা কর। ধন্যবাদ!

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button