নোটিশ

বাংলা নববর্ষের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ফেসবুক স্ট্যাটাস

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসব হচ্ছে বাঙালির অন্যতম বৃহৎ উৎসব। আর এই উৎসবকে ঘিরে রয়েছে সকল বাঙালিদের মধ্যে অন্যতম আনন্দ এবং উত্তেজনা। বাঙালিরা বাংলা নববর্ষের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এবং সেই বাংলা নববর্ষের দিনে কোন সাজে সজ্জিত হবেন সেই পরিকল্পনা নিজেদেরকে মত্ত্য রাখেন। আর তার জন্য আপনারা যাতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য একে অপরকে খুব সহজে শুভেচ্ছা জানাতে পারেন তাই আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ২০২৪ নিয়ে হাজির হয়েছি।

আপনারা আমাদের এখান থেকে বাংলা নববর্ষ এর অসাধারণ কিছু শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি এবং মেসেজ পেয়ে যাবেন। এবং খুব সহজে এসকল মেসেজ উক্তি গুলো সংগ্রহ করে আপনারা নববর্ষের দিন একে অপরকে সহজে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। তবে চলুন জেনে নিই বাংলা নববর্ষের শুভেচ্ছা  স্ট্যাটাস, উক্তি এবং মেসেজগুলো।

বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষ চলে আসলে আমরা একজন বাঙালি অন্য আরেকজন বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকি। বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেহেতু আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে এই স্ট্যাটাসের মাধ্যমে সকলকে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে আমাদের প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে শুভেচ্ছা জানাতে হয় না।

  • শত শত ফুল ফুটে আছে বনে বনে, আমি একাকী বসে ভাবছি শুধু মনে মনে, আর ফিসফিস করে বলছি তোমার কানে কানে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। 
  • দিন চলে যাক ঐ দিগন্তের শেষে, রাত চলে যাক সেই অসীম তাঁরার দেশে, তবুও আমি শুধু থাকবো তোমার পাশে। শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। 
  • তোমার ভেতরে যতগুলো জমা আছে পুরনো স্মৃতি, তার সব গুলোকে আজ করে দাও ইতি। তোমার মধ্যে আছে যত পুরনো কষ্ট, আজ তার সব গুলো কে করে দাও বিনষ্ট। যত আছে পুরনো সব বেদনা, তার একটাকেও আর মনে ভেতরে রেখোনা। আর তোমার প্রতি রইলো বাংলা নববর্ষের শুভেচ্ছা
  • সব পুরনো কষ্টের হবে আজ মরন, করে নাও তুমি নতুন বছর কে বরণ। সবকিছু মুছে ফেলো তোমার ঐ মন থেকে, তাকিয়ে দেখো ঐ নীলাভ সূর্যের দিকে। হয়তবা সূর্যটা তোমায় অনেক ভালোবাসে, তাই তোমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। আর সে কারণে তোমাকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। 
  • গুডবাই বলে বিদায় করো পুরনো বছরের আশা, নতুন বছর আনবে এখন অপার ভালোবাসা। মেলে দেখো তোমার ঐ দুই চোখ, নতুন বছরটি তোমার অনেক শুভ হোক।
  • বসন্তের আগমনে কানে ভাসছে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে দেখছি ঝলসানো দুপুর। বর্ষার আগমনে দেখছি সাদা কাশফুল, তোমাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে করিনি কো ভুল।
  • তাকিয়ে দেখো উঠিছে সেই রবির আলো, দুর করবে সব তোমার মনে আছে যতো কষ্টের কালো। বাইরে বইছে আনন্দের ধারা, হয়েছে সবাই বাঁধনহারা। দিনটি কে বিলিয়ে দাও সবার তরে, মেতে নাও নিজেকে আনন্দের ঝড়ে। শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

বাংলা নববর্ষের স্ট্যাটাস

  • বারো মাসে তেরো পার্বন, আসবে এবার বলে, বাঙ্গালির জীবনে একটি বছর কিভাবে গেলো চলে। নতুন বছরে করো নতুন কিছু ইচ্ছা। তাইতো তোমাকে জানাতে এসেছি শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।
  • পান্তা ভাত আর ইলিশ মাছের ভাষা, সব বাঙ্গালীর প্রাণ, নতুন বছরে আসছে বলে, সবাই এবার গাইবো বাংলা গান। বলবো সবাই সবার মনে লুকিয়ে থাকা ইচ্ছা। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা
  • এসে গেছে নতুন বৈশাখ, বসবে গায়ে মেলা। সেই মেলা তে তুমি আমি খেলবো নতুন খেলা। ভুলে যাবো অতীত স্মৃতি, জ্বালাবো জীবনের সুখের বাতি।
  • নতুন বছরে জমবে মেলা, সাজবো মোরা নতুন সাজে৷ ঐ দেখো ভোরের সূর্য সাজছে নতুন আমেজে। ভাসবো মোরা রঙ্গিন ভেলায়, হারাবো মোরা দিক। ঐ দেখো সেই সুখের মেলার ফুটছে আলোর ঝিলিক।
  • লাল হলুদ শাড়িতে সাজবো, নতুন বছরের পহেলা বৈশাখে। সাদা ফুল রাখবো খোপায়, নথ ঝুলাবো এই নাকে। যদি তুমি থাকো আমার সাথে, মিলবো সুখের হাওয়ার ঝাঁকে। শুভ নববর্ষ। 
  • পহেলা বৈশাখের নতুন আলো, লাগবে তোমায় আরো ভালো। জাগবে মনে নতুন আশা, বুকে বাঁধো সুখের বাসা৷ ফিরে দেখো ঐ শালিকের ঝাঁক,তোমার অতীতের সব গ্লানি মুছে যাক।
  • তোমার জীবনে থাকা পুরোনো বছরের সকল দুঃখ কষ্ট চলে যাক, সবসময় এটাই আমার কামনা। তাই মুছে ফেলো সেই পুরোনো অতীত, মনের ভেতর আছে যতে যাতনা। সাজিয়ে নাও তুমি নতুন বেশে, সুখের ভেলায় চলো ভেসে ভেসে।
  • নতুন বছর আসবে নিয়ে নতুন ভালোবাসা। এ বছরেই পূরন হোক সবার মনের আশা৷ পুরোনো সব ভেদাভেদ কে সবাই যাই ভুলি। নতুন বছরে নতুন করে সবাই এক হয়ে চলি।
  • আসছে এবার নতুন বছর, তোমাকে জানাই সুখের খবর। সবার জীবনে ফিরে আসুক আনন্দ। হানাহানি বিদ্বেষ কে করো বন্ধ৷ ফিরে আসুক ইচ্ছে ঘুরি, যাবো মোরা সুখের বাড়ি।

বাংলা নববর্ষের উক্তি

অনেক বাঙালি আছে এন বাংলার ইতিহাসকে সুন্দর মাধুর্য ছন্দে মিলিত করে একটি উক্তির মাধ্যমে শুভেচ্ছা জানাতে চান। আমরা তাদের কথা ভেবে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা নববর্ষের উক্তি। এখানে আপনারা বিশেষ ব্যক্তিত্বদের বাংলা নববর্ষের উক্তি গুলো পেয়ে যাবেন সেইসাথে আকর্ষণীয় কিছু উক্তি পাবেন।

  • আধার ভেদ করেছে সূর্যের আলো, রাখতে তোমায় আরো ভালো। নতুন সাজে বৈশাখ এসেছে, তাই আজ প্রকৃতি এতোটা নতুন করে সেজেছে। এবার চলো নতুন পথে, সুখ কে রাখো নিজের সাথে। শুভ নববর্ষের শুভেচ্ছা।
  • রাতের আকাশের ঐ তারা গুলো মিটিমিটি হাসে। দুঃখ গুলো দুরে গিয়ে সুখ যেন আগে আসে। এসেছে নতুন বৈশাখ, তোমায় রাখতে সুখে। দুঃখকে দুরে ঠেলে সুখকে রাখো বুকে।
  • নতুন সকালের নতুন আলো, শেখাবে নতুন ভাষা৷ সে কারনে আমি তোমাকে, জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
  • নীল খামে চিঠি উড়িয়ে দিলাম, ঐ আকাশের মাঝে। জীবনে আসুক যতোই ঝড়, বন্ধু তুমি থেকো আমার পাশে। আসুক যতোই বাধা বিপত্তি, আমি সবসময় পাশে থাকবো এটা সত্যি।
  • আমি কোনোদিন ভুলে যাবো না, তোমার দেয়া কথা। মুছে দিবো সকল কষ্ট, বুকে জমা আছে যতো ব্যাথা।
  • আমার কলমের কালি শেষ, হারিয়ে ফেলেছি মুখের ভাষা। তাইতো আমি মেসেজে বলছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
  • চিঠির মাধ্যমে ভালোবাসা, আমার লাগেনা ভালো। রাতের আধারে আসো ফিরে জ্বালিয়ে প্রদিপের আলো। রাখো আমার এই হাতে হাত। মনের ভেতরে থাকা কষ্ট গুলো আজ নিপাত যাক।
  • রাতভর শুয়ে আছি আমি নরম বিছানায়, তাইতো তোমাকে আজ নতুন বছরের শুভেচ্ছা জানাই। মনে রেখো বন্ধু তুমি আমাকে। শুভেচ্ছা জানিও তোমার কাজের ফাঁকে।

বাংলা নববর্ষের মেসেজ

বর্তমান সময়ে যেহেতু সকলে মেসেজ বা এসএমএস এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকেন সেতু আমরা বাংলা নববর্ষের কিছু মেসেজ নিয়ে হাজির হয়েছি। যেখান থেকে আপনারা এই সকল মেসেজ গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের প্রিয় জন, আপনজন এবং সকল বাঙালিকে মেসেজের মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেন।

মুছে দিতে সকল গ্লানি। নতুন বছর আসছে জানি। সুখী ছিলে, সুখে থাকো। আর শুভ হোক তোমার নতুন বছর। তোমাকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

  • বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। শুভ নববর্ষ ১৪৩১।
  • ফুল ফুটেছে বনে বনে। ভাবছি তোমায় মনে মনে। বছি তোমার কানে কানে… শুভ নববর্ষ ২০২৪।
  • আগের সব কষ্ট, করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থেকো সারা দিন। শুভ নববর্ষ ১৪৩১।
  • নতুন সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
  • ইচ্ছেগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে। দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন শখ, এই কামনার সাথে জানাই “শুভ পহেলা বৈশাখ।”
  • রেশমি চুড়ি আর রঙিন শাড়ি, ইলিশ ভাজি আর পান্তা হাড়ি। ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজলো বাংলা। এলোরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।
  • বাউল গানের তালে তালে, নতুন বছর এসেছে ঘুরে। উদাসী হাওয়ার সুরে সুরে বাংলা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ ১৪৩১।
  • নতুন বছরের নতুন দিন। অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন। নতুন কিছু স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা। শুভ নববর্ষ।
  • নতুন আলো নতুন ভোর। আসলো বছর কাটল প্রহর। অতীতের হলো মরণ, নতুনকে করো বরণ। পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি। তোমাকে জানাই নববর্ষের প্রীতি।
  • বারো মাসে তেরো পার্বণ এবার এলো বলে। বাঙালির একটি বছর বয়ে গেল চলে। নতুন বছর আনুক শুধু আনন্দেরই স্পর্শ। আমার তরফ থেকে জানাই তোমায় শুভ নববর্ষ।
  • নতুন ভোরের নতুন আলো। নতুন আশার প্রদীপ জ্বালো। নতুন সুরের নতুন গানে। নতুন করে এগিয়ে চলো। শুভ নববর্ষ।
  • বৈশাখ দিলো নতুনের ডাক। পুরনো দুঃখ যাক মুছে যাক।

বাংলা নববর্ষের ফেসবুক স্ট্যাটাস

আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ  সম্পর্কে জানতে পেরেছে এবং আমাদের এখানে দেয়া স্ট্যাটাস, উক্তি এবং মেসেজ গুলো সংগ্রহ করে বাংলা নববর্ষ উদযাপনের সময় ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি বাংলা নববর্ষ সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button