নোটিশ

ঈদুল ফিতরের শুভেচ্ছা, স্ট্যাটাস, মেসেজ ও ছবি ২০২৪

ঈদুল ফিতরের শুভেচ্ছা, স্ট্যাটাস, মেসেজ ও ছবি। ঈদুল ফিতর ২৯ বা ৩০ দিন রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন পালন করা হয়। ঈদ পালনের দিন চাঁদের উপর নির্ভর করে। যেহেতু ইসলামিক মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই রোজা ২৯ বা ৩০টি হতে পারে। মূলত রমাদান মাস শেষে ও শাওয়াল মাসের ১তারিখ ঈদুল ফিতর বা রোজার ঈদ পালন করা হয়। ঈদুল ফিতর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উদযাপন এবং এটি রোজা ভাঙার উৎসব বা রোজার ঈদ বা রমাদান ঈদ নামে পরিচিত।

এবছর ঈদুল ফিতর ইংরেজি তারিখ ৩ মে পালন করা হবে। ঈদুল ফিতরে লোকেরা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে একত্রিত হয়, উদযাপনের অংশ হিসাবে মিষ্টি এবং উপহার বিনিময় করে। তারা জাকাত এবং ফিতরাও প্রদান করে, যারা সামর্থ্য রাখে তাদের জন্য বাধ্যতামূলক দাতব্য ফর্ম, সম্প্রদায়ের অভাবী লোকদের সহায়তা করার জন্য।

ঈদুল ফিতরের শুভেচ্ছা ২০২৪

ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে, আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকি। আর তাই, আমরা আপনাদের জন্য বাছাই করা ঈদুল ফিতরের শুভেচ্ছা, স্ট্যাটাস ও মেসেজ নিয়ে হাজি হয়েছি। এগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও ভালবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।

ঈদ মোবারক! আপনাকে, পরিবার এবং বন্ধুদের জন্য উষ্ণ শুভেচ্ছা

সবার জন্য সুন্দর উষ্ণ শুভেচ্ছার তোড়া। ঈদ মোবারক!

এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ আমাদের উপর তাঁর রহমত বর্ষণ করুন। ঈদ মোবারক!

ঈদ মোবারক! ঐশ্বরিক সুখ আমাদের ঘর এবং হৃদয় পূর্ণ করুক
আল্লাহ আপনাকে অনেক আনন্দ, সুখ এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। ঈদ মোবারক!

আপনি একটি শুভ ঈদ শুভেচ্ছা! ঈশ্বর আপনাকে নিরাপদ এবং সুখী রাখুন.
ঈদে আল্লাহ তার পছন্দের বরকত বর্ষণ করুন। আপনি একটি শুভ ঈদ উল ফিতর শুভেচ্ছা!

শান্তি, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি হোক আপনার। ঈদ মোবারক!

আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি শুভ দিন কাটুক। ঈদ মোবারক!

হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!

ঈদ মোবারক

মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

– ঈদ মোবারক-

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক

পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
_ঈদ মোবারক

শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart … EID MUBARAK

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!

কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, ঈদ মোবারাক !!

ঈদুল ফিতরের স্ট্যাটাস

বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুকসহ অন্যান্য স্যোসাল মিডিয়া। আর এই প্রযুক্তি ব্যবহার করে একজন আরেকজনের সাথে খুব সহজে এবং অল্প সময়ে যোগাযোগ করতে পারছে এবং নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর করে তুলছে। তাই যখন ঈদের চাঁদ দেখা যাবে তারপরে সকলে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকবে। একটি স্ট্যাটাস এর মধ্য দিয়ে ফেসবুকের সকল ফ্রেন্ডকে ঈদের শুভেচ্ছা জানানো যায়।

ঈদের এই শুভ দিনে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং আপনি সুখ এবং শান্তি পেতে পারেন।

আমার বন্ধুদের, ভালবাসা এবং উষ্ণ শুভেচ্ছা, বিশেষ প্রার্থনা পাঠানো. একটি ধন্য ঈদ উল ফিতর আছে!

এই ঈদের নামাজে সারা বিশ্বের মানুষের মুখে হাসি ফুটুক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।

আসুন আমরা আশা করি যে আমরা এই চ্যালেঞ্জিং সময়গুলিকে সুখ, সমবেদনা এবং শান্তির সময়ের জন্য একসাথে রেখে যেতে পারি। ঈদ মোবারক!

শুভ ঈদ! দিনটি ভালবাসা এবং শান্তি সম্পর্কে। আমি আপনাদের সকলের সুখ, সুস্বাস্থ্য এবং সর্বনিম্ন শান্তি কামনা করি

যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক

এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

রং লেগেছে মনে মধুর এই ক্ষনে, তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন, ”ঈদ মোবারক”

বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, “ঈদ মোবারক”

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক

ঈদুল ফিতরের মেসেজ

আপনি আপনার প্রিয় জন পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধব পরিচিত-অপরিচিত এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ এসএমএস। এখান থেকে আপনার পছন্দমত এসএমএস পাঠিয়ে আপনি ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।

ঈদ আনন্দের দিন এবং মনে প্রাণে হাসতে হবে। এটি আমাদের উপর তাঁর সমস্ত স্বর্গীয় আশীর্বাদের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার দিন। আপনার ঈদের শুভেচ্ছা।

আমার শুভকামনা, আপনার জন্য আমার শুভকামনা এই মহৎ অনুষ্ঠানে ঈশ্বরের কাছে আপনার দীর্ঘ সুখী জীবনের জন্য ন্যায়সঙ্গত প্রার্থনা। আপনাকে অনেক শুভেচ্ছা ঈদ মোবারক!

চাঁদের আলো সরাসরি আপনার উপর পড়ুক এবং আল্লাহ আপনাকে আজ যা চান তা দিয়ে আশীর্বাদ করুন। শুভ ঈদ!

আপনি প্রতিদিন জ্ঞানী এবং আরও কমনীয় হয়ে উঠতে থাকুন! এই ঈদ আপনার হৃদয়ে এবং আপনার পরিবারের জন্য সুখ বয়ে আনুক। ঈদুল ফিতর মোবারক!

বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে! খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে! সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”!

আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি। সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button