নোটিশ

পহেলা বৈশাখ ২০২৪ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও এসএমএস

বাঙালির অন্যতম সেরা উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে সবাই শুভেচ্ছা বিনিময় করে থাকে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে শুভেচ্ছা বিনিময় চলতে থাকে নববর্ষ উদযাপনের জন্য। তাই আজ আমরা আপনাদের জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ২০২৪ নিয়ে হাজির হয়েছি।

যেখানে আপনারা পহেলা বৈশাখ সম্পর্কিত সকল শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন। এবং একজন বাঙালি অন্যজন বাঙালিকে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আমরা অনেকে ছন্দ ঠিক রেখে কোন বাক্য তৈরি করতে পারিনা কিন্তু আমাদের প্রিয় জন এবং আপনজনদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এসকল প্রয়োজন হয়। তার জন্য আমরা আপনাদের জন্য এই আর্টিকেলটি নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়।

পহেলা বৈশাখের শুভেচ্ছা ১৪৩

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে নিজেরা অংশগ্রহণ করি এবং দর্শক হিসেবে আমরা সে সকল অনুষ্ঠান উপভোগ করে থাকি। কিন্তু এর আগে আমরা সকল বাঙালিদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে থাকি। বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যেহেতু আমরা একে অপরকে একটি স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে থাকি।

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…!

পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-

নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।…

নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ

তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি, তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।।তারা তিনজন হলো – সুখ, শান্তি, সমৃদ্ধি!!
অগ্রিম শুভ নববর্ষ!

নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈশান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ

পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ

পহেলা বৈশাখের স্ট্যাটাস ২০২৪

আর তাই আমরা আপনাদের জন্য কিছু পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে এসেছি। যাতে করে আপনারা আমাদের এখান থেকে খুব সহজেই সকল শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন এবং আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।

তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি, তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।।তারা তিনজন হলো – সুখ, শান্তি, সমৃদ্ধি!!
অগ্রিম শুভ নববর্ষ!

নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈশান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ

পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ । পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই (“শুভ_নববর্ষ_

বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ…..

পহেলা বৈশাখের উক্তি

বাংলার ইতিহাস নিয়ে বহু কবি এবং লেখকগণ বহু উক্তি রচনা করেছেন। তাদের এই উক্তিগুলো বর্তমান পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। এছাড়াও যুগোপযোগী লেখক এবং কবিরা পর্যায়ক্রমে পহেলা বৈশাখ সম্পর্কিত উক্তি লিখে যাচ্ছে। তাদের এই উক্তিগুলো বাঙালিদেরকে অনুপ্রেরণা যোগায় বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এছাড়াও নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় বাংলার ইতিহাসের সাথে।

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশাখ ।

আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখ।”শুভ নববর্ষ”

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। *শুভ নববর্ষ*

নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। *শুভ নববর্ষ*

বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আসা। আর নতুন হোক আজকের ভালবাসা। “শুভ নববর্ষ” ।

পহেলা বৈশাখ শুভেচ্ছা বার্তা

তাই আমরা আজ আপনাদের জন্য এমন কিছু উক্তি নিয়ে হাজির হয়েছি যে উক্তিগুলোর মাধ্যমে সকল বাঙালিরা অনুপ্রাণিত হবে এবং বাংলার অনন্য উৎসব পহেলা বৈশাখকে অন্য ভাবে উপস্থাপন করতে পারবে। যা বাংলাদেশের অন্যতম এক গৌরবময় দিবস। আপনারা আমাদের এখান থেকে এসকল পহেলা বৈশাখের উক্তি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।

তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ।

কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা। শুভ নববর্ষ

নীলিমার নীলে, হেমন্তের সোনালি ধানের শীষে। সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে তেমনি করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছাসে । শুভ নববর্ষ

১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন। ৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়। ৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়। শুভ নববর্ষ ১৪২৮

কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেশে। “শুভ নববর্ষ”

পহেলা বৈশাখের মেসেজ

আমাদের বর্তমান প্রজন্ম মানুষের কাছে সময় অনেকটা স্বল্প হয়ে এসেছে। তাই আমরা এখন সকলে মেসেজের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকি। ঠিক তেমনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য আমরা পহেলা বৈশাখ সম্পর্কিত মেসেজ দিয়ে থাকি।

রেশমী চুরি আর রঙিন শাড়ি । ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজল বাংলা। এলরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ

আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জিবন নতুন ভাবে গড়বে, আবার নতুন সপ্ন দেখবে নববর্ষের টানে। শুভ নববর্ষ

> নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচছা।

> নতুন আশা নতুন প্রাণ,  নতুন হাসি নতুন গান,নতুন সকাল নতুন আলো,নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ ১৪২৮

> নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। শুভ নববর্ষ ১৪২৮

> বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব-ই ভালো থেকো।

> পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান। পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর বিনোদনময়! এই কামনায় তোমাদের জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা!

আপনারা যারা পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ খুঁজছিলেন তাদের জন্য আশা করছি আমাদের এই আর্টিকেলটি উপকার বয়ে আনবে। কারণ আমরা আপনাদের জন্য এই সকল শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি এবং মেসেজ গুলো নিয়ে এসেছি। আপনারা এখান থেকে এসকল কিছু খুব সহজেই সংগ্রহ করে ব্যবহার করতে পারবে। তবে আপনারা যদি আমাদের কাছ থেকে পহেলা বৈশাখ সম্পর্কিত আরও তথ্য জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button