ফলাফল

এসএসসি রেজাল্ট ২০২৩ – SSC Result 2023 in Bangladesh

এসএসসি রেজাল্ট ২০২৩ – সবার আগে তোমার SSC 2023 এর রেজাল্ট জানতে, দ্রুততম সময়ে সম্পূর্ণ রেজাল্ট পেতে, রেজাল্ট সংক্রান্ত দিকনির্দেশনা ও এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানা যাবে বিস্তারিত আলোচনা দেখতে সম্পূর্ন পোষ্ট ভালো করে দেখবে। এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে? চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই (শুক্রবা) প্রকাশ করা হবে। এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের ফল প্রকাশের অপেক্ষায় আছেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা।

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম আছে। সে ৬০ দিন শেষ হবে ২৮ জুলাই ২০২৩। গত ৩০ এপ্রিল ২০২৩ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা২০২৩ শুরু হয়। উল্লেখ্য, গত ২৮ মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে?

২৮ জুলাই এসএসসি ও সমমান ২০২৩ পরীক্ষার ফল প্রকাশ হবে।

কয়টায় এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে?

এসএসসি ফল ১২টায় প্রকাশ হবে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি ফলাফল ২০২৩ শিক্ষা প্রতিষ্টান, অনলাইন ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে।

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কোন বোর্ডে পাসের হার কত এবং বেশি ও কম?

এসএসসি ফল ১২টায় প্রকাশ হবে।

এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে?

আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান ২০২৩ পরীক্ষার ফল প্রকাশ হবে। ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৮ মে এসএসসি পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা নিয়ম প্রচলিত আছে। সে হিসেবে ২৮ জুলাই ২০২৩ তারিখ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে, যা ইতি মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পরীক্ষার নাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)
বোর্ড সংখ্যা ১১টি
শিক্ষার্থীর সংখ্যা ২,৭২,০০০ জন
পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৩,৬০০ টি
পরীক্ষা শুরু ৩০ শে এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষ ২৮ মে ২০২৩
ফলাফল প্রকাশের তারিখ ২৮ জুলাই ২০২৩

এসএসসি রেজাল্ট  ২০২৩ দেখার নিয়ম

এসএসসি ফলাফল ২০২৩ শিক্ষা প্রতিষ্টান, অনলাইন ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। এই পোস্টে, আমি এস এস সি ফলাফল  ২০২২ সংগ্রহ করার জন্য আপনাকে সকল সহজ ও বিকল্প পদ্ধতি দেখাবো। এসএসসি রেজাল্ট এর জন্য নীচের পদ্ধতি অনুসরণ করুন।

# ধাপ ১: প্রথমে www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন।
# ধাপ ২:  একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন।
# ধাপ ৩:  আপনার পরীক্ষার বছর হিসাবে ২০২৩ সিলেক্ট করুন।
# ধাপ ৪:  এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৭: আপনার এসএসসি রেজাল্ট  দেখাবে।

আরেকটি পদ্ধতি দেখুনঃ

# ধাপ ১: ব্রাউজার থেকে eboardresults এ ঢুকে পড়ুন।
# ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এসএসসি SSC/Dakhil/ Equivalent নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে ২০২৩ সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৬:  রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)।
# ধাপ ৭: আপনার এসএসসি রেজাল্ট  দেখাবে।

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৩

এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট ২০২৩ মোবাইল ফোন থেকে পেতে পারেন।এস  এস সি রেজাল্ট  দেখার  দ্রুত ও সহজ মাধ্যম হলো এম.এস.এস  । বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং SSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> ২০২৩ এএবং 16222 নম্বরে পাঠাতে হবে।

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ SSC RAJ 123456 202৩ পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর <Space> পাশের বছর

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ  Dakhil MAD 123456 202৩ পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি ভোকেশনালের জন্যঃ

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ  SSC Tec 123456 202৩ পাঠিয়ে দিন 16222 নম্বরে।

আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহ

বাংলাদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহের নাম নিচে দেওয়া হলোঃ

 
  1. ঢাকা শিক্ষা বোর্ড – DHA
  2. চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
  3. দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
  4. কুমিল্লা শিক্ষা বোর্ড – COM
  5. রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
  6. যশোর শিক্ষা বোর্ড – JES
  7. সিলেট শিক্ষা বোর্ড – SYL
  8. বরিশাল শিক্ষা বোর্ড – BAR
  9. ময়মনসিংহ শিক্ষা বোর্ড – MYM
  10. মাদ্রাসা শিক্ষা বোর্ড – DAKHIL
  11. কারিগরি শিক্ষা বোর্ড – TEC

এসএসসি রেজাল্ট  ২০২৩ মার্কশিট

সাধারনত এসএসসি পরিক্ষার ফলাফল বের হবার কয়েক ঘন্টার মধ্যেই এসএসসি পরিক্ষার মার্কশিট বের হয়ে যায়এটি সচারচর সন্ধ্যা ৬ টার দিকে বের হয়এসএসসি পরীক্ষার সম্পূর্ণ মার্কশিট বের করার জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educatonboardresult.govt.bd এই সাইটের মাধ্যমে বের করতে হবে

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button