ফলাফল

SSC Result 2023: এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন

এসএসসি ২০২৩ পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।   এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবে। এছাড়াও এসএমএস করেও ফল জানতে পারবে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ – এখনই জেনে নিন: আগামী ২৮ জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশ হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম গুলো এখানে ধারাবাহিক ভাবে আলোচনা করবো। আপনি কি একজন এসএসসি শিক্ষার্থী? রেজাল্ট দিয়ে দিয়েছে কিভাবে ঘরে বসে রেজাল্ট পাবেন তা নিয়ে চিন্তিত?

এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম জেনে নিন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ জুলাই। একই দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।

SSC Result 2023 with Full Marksheet

ssc result 2023

অনলাইনের মাধ্যমে এসএসসি রেজাল্ট

মার্কশিট সহ অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার উত্তম একটি উপায় হলো অনলাইন। অনলাইনের মাহ্যামে আপনি ঘরে বসে মার্কশিটসহ  রেজাল্ট দেখতে পাবেন। কিভাবে আপনি মার্কশিটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন তার একটি তালিকা নিচে তুলে ধরার চেষ্টা করছি।

  • প্রথমে আপনাকে www.eboradresults.com ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে আপনার ইকোভেলেন্ট রেজাল্ট যেমন jsc /ssc /hsc বাছাই করতে হবে।
  • আপনি যদি SSC এর রেজাল্ট জানতে চান তাহলে ssc সিলেক্ট করে মেনু বাড়ে এক্সাম সাল ইনপুট দিতে হবে।
  • আপনাকে আপনার এডুকেশন বোর্ড সিলেক্ট করতে হবে।
  • পরবর্তীতে  রোল নম্বর ইনপুট দেওয়ার পর ক্যাপচা পূরণ করতে হবে।
  • ক্যাপচা পূরণ করলে আপনার মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চলে আসবে।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট

এসএসসি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের  এসএসসি রেজাল্ট দেখতে পারবে। এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট জানার জন্য অবশ্যই কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানা যায় সে সম্পর্কে জানতে হবে।

প্রথমে  মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC<space>board name first 3 letter<space>Roll<space>2022. এরপর 16222 নাম্বারে SMS Send  করতে হবে।

তবে যে সকল শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে তাদের জন্য নিম্নের নিয়মটি অনুসরন করতে হবে-

SSC<space>Tech<space>Roll<space>2022. এরপর 16222 নাম্বারে SMS Send  করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এসএসসি  বা সমমানের পরীক্ষার রেজাল্ট এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার রেজাল্ট নিম্নে উদাহরণ এর মাধ্যমে দেখানো হলো।

  • এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম- SSC DHA 123456 2022
  • এসএমএসের মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফল দেখার নিয়ম- DAKHIL MAD 123456 2022
  • এসএমএসের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল দেখার নিয়ম- SSC TEC 123456 2022

সকল শিক্ষা বোর্ডের শর্ট কোড (বোর্ডের নামের ১ম ৩ অক্ষর)

নিম্নে একটি টেবিল এর মাধ্যমে সকল শিক্ষা অনুষদ সমূহ উপস্থাপন করা হলো-

Board Name Board Name Short Code
Dhaka Board DHA
Sylhet Board SYL
Barisal Board BAR
Comilla Board COM
Jessore Board JES
Rajshahi Board RAJ
Dinajpur Board DIN
Chittagong Board CHI
Madrasah Board MAD
Technical Board TEC

বিভিন্ন বোর্ডের এসএসসি রেজাল্ট

আপনি প্রতিটি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যার যার বোর্ডে অনুযায়ী এসএসসি ২০২৩ রেজাল্ট দেখতে পারবেন নিচে প্রতিটি বোর্ডের অফিশিয়াল ওয়েব সাইট লিংক দেওয়া হলো:

ঢাকা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.dhakaeducationboard.gov.bd

বরিশাল বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.barisalboard.gov.bd

কুমিল্লা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.comillaboard.gov.bd

যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.jessoreboard.gov.bd

রাজশাহী বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.rajshahieducationboard.gov.bd

সিলেট বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

www.sylhetboard.gov.bd

ভোকেশনাল বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

http://bteb.gov.bd/

মাদ্রাসা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩

http://www.ebmeb.gov.bd/erps_entry_forms/disp_res.php?exam=dak&year=2023

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button