ফলাফল

এইচএসসি রেজাল্ট ২০২৩ – HSC ফলাফল 2023 দেখুন মার্কশীটসহ

এইচএসসি ফলাফল ২০২৩: এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ তারিখ প্রকাশ হবে। এইচএসসি পরীক্ষা ১৭ আগষ্ট শুরু হয় এবং ২৫ সেপ্টেম্বর শেষ হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় প্রকাশিত হওয়ার নিয়ম। তাই এইচএসসি ফলাফল ২৬ নভেম্বর প্রকাশের তারিখ নির্ধারন করেছে বোর্ড। এইচএসসি ফলাফল একযোগে দেশের এগারটি শিক্ষা বোর্ড এ প্রকাশিত হবে।

আমাদের এই পোষ্টে এইচএসসি রেজাল্ট ২০২৩ সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে। এছাড়া এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ গ্রেডিং সিষ্টেম, ফলাফল পূনঃনিরীক্ষনের নিয়ম, এইচ এস সি সমমান পরীক্ষার রিটেইক/ইমপ্রুভমেন্ট রেজাল্ট সহকারে প্রয়োজনী সকল তথ্য ই থাকছে এখানে। বিস্তারিত নীচে দেখুন…।

এইচএসসি রেজাল্ট ২০২৩

(HSC) এর পূর্ণ রূপ হলো Higher Secondary Certificateবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট । প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এই বছর ২০২৩ সালও তর ব্যাতিক্রম নয় । এবছর ৮৫৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১.৩ মিলিয়ন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।এর মধ্যে ৮টি শিক্ষা বোর্ডের অধীনে ৬.৫৪ লাখ ছাত্র এবং ৫.৬৫ লাখ ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

  • *মোট পরীক্ষার্থীর সংখ্যা: ১৩, ১১, ৪৫৭ জন
  • *মোট ছেলে পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬৬৭৪৮১ জন
  • *মোট মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬, ৪৩, ০০৭ জন
  • *মোট প্রতিষ্ঠান: ২৫৪১ টি
  • *শিক্ষা বোর্ডের: ১০টি

কিন্তু প্রতিবছরের ন্যায় এবার করোনার কারণে সাধারণ নিয়মে এইচএসসি পরীক্ষা হয়নি! বিশ্বব্যাপী করোনার মহামারীর জন্য সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত আকারে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয় অটোপাসের বিকল্প হিসেবে।

এইচএসসি ফলাফল ২০২৩

করোনার মহামারীর কারণে শিক্ষার্থীদের পাঠ্যকার্যক্রম ব্যাহত হওয়ায় এবছর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়নি। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছে! প্রতিবছর এইচএসসি পরীক্ষা শেষ হওয়ায় ২ মাস বা ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এইচএসসি ২০২৩ সংক্ষিপ্ত আকারে হওয়ায় ফলাফল দ্রুত সময়ে প্রকাশ করা হবে বলে জানা যায়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা বলা হয়।

এইচএসসি ২০২৩ এর ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশ সরকার এইচএসসি ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। এইচএসসি ২০২২ পরীক্ষার ফলাফল ২৬ নভেম্বর ২০২৩ তারিখ প্রকাশ করা হবে। HSC ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bdথেকে জানতে পারবে।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ প্রকাশ করা হবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন

বর্তমানে খুব সহজেই আপনি চাইলে আপনার এইচএসসি রেজাল্ট অনলাইনে দেখতে পাবেন ‌ আমরা আপনাকে আপনার ফলাফল জানার পদ্ধতি জানিয়ে সাহায্য করবো। খুব সহজেই এখন অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখা যায়।

বর্তমানে গুগোল প্লেস্টরে রেজাল্ট দেখার অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। এবং এগুলোর মাধ্যৃল খুব সহজেই এইচএসসি রেজাল্ট দেখতে পাবেন আপনি কিন্তু এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আপনি সেই জন্য সে সকল নিয়ম জানতে হবে।এছাড়াও প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনি সহজেই এইসএসসি ২০২২ এর ফলাফল জানতে পারবেন।

প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে এইচএসসি ফলাফল: 

এই পদ্ধতি আপনার যে কোনো অপারেটরে এসএমএস সিস্টেম করে রাখলে, ফলাফল সরাসরি আপনার অপারেটর আপনার ফোনে পৌঁছে দিবে তবে এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে রাখতে হবে।।

প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম:

এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশানে গিয়ে প্রথমে টাইপ করতে হবে HSC স্পেস আপনার বোর্ডরে প্রথম তিনটি অক্ষর, স্পেস রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই অপনার ফোনে ৩.০০ টাকা ব্যালেন্স থাকতে হবে ৷ উদাহরণ স্বরূপ সকল শিক্ষা বোর্ডের প্রি -রেজিষ্ট্রেশন এসএমএস

HSC<space>DHA(Dhaka)/BAR(Barisal)/SYL(Sylhet) /COM(Comilla) /CHI(Chittagong) /RAJ(Rajshahi) /JES(Jessore)/DIN(Dinajpur)/MAD(Madrasa board)/TEC(Technical board)<space > Roll<space > 2023

১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন!

এভাবে প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি আপনার এইচএসসি ২০২৩ এর ফলাফল পেতে পারেন।

এইচএসসি ২০২৩ ফলাফল এসএমএস পদ্ধতি

মোবাইল এসএমএস সব ধরণের শিক্ষাবোর্ডের ফলাফল দ্রুত পাওয়া যায় এবং একটি ভালো উপায়। এসএমএস এর মাধ্যমেও আপনি ফলাফল সহজেই পেতে পারেন। কিন্তু সেজন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। কাজটি হলো এসএমএস ফরম্যাটটি লিখে ১৬২২২ নম্বরে প্রেরন করতে হবে, এবং কিছুক্ষণের মধ্যেই আপনি ফলাফল ম্যাসজের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু এরজন্য ২.৫০ টাকার মতো চার্জ কাটতে পারে, তাই প্রথমেই ফোনে যথেষ্ট পরিমাণ টাকা রাখতে হবে

উদাহরণ স্বরূপ :

HSC স্পেস DHA স্পেস রোল নম্বরস্পেস 2023 এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে!

আবার মাদ্রাসা বোর্ড না কারিগরি বোর্ড হলে শুধু DHA এর স্থলে MAD বা TECH বসিয়ে পাঠিয়ে দিলেই হবে৷

এইচএসসি ২০২৩ ফলাফল অনলাইনে

আপনি বাসায় বসে আপনার ফোন/ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে সহজেই অনলাইন থেকে আপনার ফলাফল জানতে পারবেন নির্দিষ্ট ওয়েব সাইট থেকে।

এরজন্য আপনাকে প্রথমে আপনাকে “চেক”ম্যনু থেকে এইচএসসি /আলিম/ পরীক্ষার ধরণ নির্বাচন করতে হবে

তারপর পরীক্ষার সাল লিখতে হবে এবং বোর্ডের নাম সিলেক্ট করতে হবে!

তারপর রোল এবং রেজিস্ট্রেশন নম্বার টাইপ করে সুরক্ষা সংখ্যা টাইপ করে “সাবমিট“(বেোল্ট করে লিখবেন এটা আপা) বোতামে ক্লিক করতে হবে।

এভাবে আপনি আপনার ফলাফল পেতে পারেন।

এইচএসসিরেজাল্ট ২০২৩ সকল বোর্ডের রেজাল্ট দেখুন

dhakaeducationboard.gov.bd -ঢাকা বোর্ড

rajshahieducationboard.gov.bd-রাজশাহী বোর্ড

sylhetboard.gov.bd -সিলেট বোর্ড

jessoreboard.gov.bd-যশোর বোর্ড

comillaboard.gov.bd-কুমিল্লা বোর্ড

bise-ctg.portal.gov.bd- চট্টগ্রাম বেোর্ড

dinajpureducationboard.gov.bd-দিনাজপুর বোর্ড

barisalboard.gov.bd-বরিশাল বোর্ড

এইচএসসি ২০২৩ ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেট

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ প্রকাশ করা হবে। সর্বশেষে, আশা করি আপনারা সবাই আপনাদের এইচএসসি ফলাফল নিয়ে চিন্তত। খুব শীঘ্রই ফলাফল প্রকাশ হবে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে আপনারা এখন সহজেই ফলাফল পেয়ে যাবেন আশা করি!

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button