ফলাফল

বেসরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২২। gsa.teletalk.com.bd

বেসরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২২, ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে পাওয়া যাবে। ২০২২ শিক্ষাবর্ষে দেশের প্রাইভেট বা বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল এসএমএস ও অনলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে। দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির অনলাইন লটারি শুরু হচ্ছে আজ। রবিবার বিকাল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন।

সকল ছাত্র ছাত্রী (https://gsa.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে এখনি তাদের লটারি ফলাফল চেক করতে পারবেন। এদিকে, রবিবার দুপুরে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির এ লটারির ফল প্রকাশ করা হবে। টেলিটকের মাধ্যমে আবেদনকারীকে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

বেসরকারি স্কুল ভর্তি লটারি রেজাল্ট ২০২২

বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।

দেশের মহানগর ও বিভাগীয় পর্যায়ের সরকারি বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। মহানগর ও জেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোর ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্কুলগুলোতেও আবেদন গ্রহণ শেষ হয়েছে। মহানগর ও জেলা পর্যায়ের দুই হাজার ৯০৭ বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ জাহার লাখ আসনে ৩ লাখ ৬৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। তারা ৭ লাখ ১৪ হাজার চয়েস দিয়েছেন। সে হিসেবে আগামী শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোতে প্রায় ছয় লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা দেখা দিয়েছে।

স্কুলে ভর্তির লটারি ফলাফল ২০২২ দেখবেন যেভাবে

সরকারি স্কুলে ভর্তির লটারির রেজাল্ট দেখতে ভিজিট করুন সরকারি বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://gsa.teletalk.com.bd/। উক্ত লিংকে গিয়ে এরপর Non govt Admission Result বাটনে ক্লিক করতে হবে। উক্ত বাটনে ক্লিক করার পর Result for Particular Student এ ক্লিক করুন। এরপর আবেদনকৃত শিক্ষার্থী ইউজার আইডি লিখে সাবমিট করলেই পেয়ে যাবেব সরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল।

সরকারি স্কুলের ভর্তির লটারির ফলাফল এসএমএসে দেখার নিয়ম 

সরকারি বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির লটারির ফলাফল sms-এর মাধ্যমেও পাওয়া যাবে। এসএমএসে ফলাফল পেতে আপনার টেলিটক মোবাইল নাম্বার থেকে GSA <space> RESULT <space> USER ID লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। পেয়ে যাবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির ফলাফল।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহানগর ও জেলা পর্যায়ের দুই হাজার ৯০৭ টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি আসনে ৩ লাখ ৬৮ হাজার ভর্তিচ্ছু প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন। তাই ধারণা করা হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে আগামী শিক্ষাবর্ষে অনেক আসন শূন্যই থাকছে। গত ১৬ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হয়েছে।

বেসরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে জানান, এখন পর্যন্ত বেসরকারি স্কুলগুলোতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৭ লাখ ১৪ হাজার ৮২১টি চয়েস দিয়েছেন।

তিনি আরও জানান, মহানগর ও জেলা পর্যায়ের ২ হাজার ৯০৭ টি স্কুলের ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি আসনে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি কার্যক্রম চলছে। আসনের তুলনায় আবেদনকারী অনেক কম। এমনও হতে পারে যেসব স্কুলে ভর্তির চাহিদা নেই সে সব স্কুল কর্তৃপক্ষ বেশি আসনের চাহিদা দিয়ে থাকতে পারে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button