ফলাফল

জেএসসি এবং জেডিসি রেজাল্ট ২০১৯ – ৩১ ডিসেম্বর JSC, JDC ফলাফল প্রকাশ করা হবে.

জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ | জেএসসি রেজাল্ট ২০১৯ এবং জেডিসি রেজাল্ট ২০১৯ আগামী ৩১শে ডিসেম্বর প্রকাশিত হবে। গত ২রা নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ১৫ই নভেম্বর পর্যন্ত। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশে নেয়। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

জেএসসি রেজাল্ট ২০১৯ এবং জেডিসি পরীক্ষা ২০১৯

আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়। গত বছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার এই পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন। এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে বলেও জানা গেছে।

জেএসসি-জেডিসি পরীক্ষায় সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হয়। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

রেজাল্ট দেখতে ক্লিক করুন: JSC Result 2019

প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে বলেও জানা গেছে।

জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯

২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ৩১ ডিসেম্বর দুপুর ২ঃ৩০ টায় প্রকাশ করা হবে। এ বছর জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ এবং জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সচিব সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আর ওই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

কখন জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে?

পরীক্ষা শেষে এখন শুধু অপেক্ষার পালা। সাধারণত পরীক্ষা শেষ হবার ২ মাসের ব্যবধানে ফলাফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়য়। সেই হিসাবে পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯। তাই রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এই অখণ্ড অবসর সময় সবার মাথায় বার বার ঘুরে ফিরে আসছে রেজাল্ট এর চিন্তা। এস এস সি পরীক্ষার ফলাফল অথবা দাখিল বা ভোকেশনাল যে যেটা দিয়েছে, পরীক্ষার ফলাফল ভাল হবে তো?

যেভাবে জেএসসি রেজাল্ট দেখবেন।

জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সকল বোর্ডের একসাথে প্রকাশ করা হবে। রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল ওয়েব-সাইটে একযোগে প্রকাশ করা হবে। eboardresults.com এবং educationboardresults.gov.bd সাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা কয়েকটি উপায় অবলম্বন করে তাদের জেএসসি ফলাফল ২০১৯ দেখতে পারবে। ফলাফল অনলাইনে ও এসএমএস এ জানা যাবে। আমরা নিচের তার বিস্তারিত বর্ননা দিলাম, যাতে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারে।

এইচএসসি রেজাল্ট ২০১৮

অনলাইনে যেভাবে রেজাল্ট দেখবেন:

অনলাইনে ফলাফল দেখতে eboardresults.com এবং educationboardresults.gov.bd ভিজিট করুন। অনলাইনে ফলাফল দেখতে সম্যাস্য হলে, আমারে নিচে দেওয়া রেজাল্ট সাইটে আইফ্রেম থেকে সহজে ও দ্রুত ফলাফল দেখতে পারবেন।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট লিংক ভিজিট করুন।
  • তারপর Examination এর ঘরে JSC/JDC নিবার্চন করুন।
  • তারপর Year এর ঘরে ২০১৯ নিবার্চন করুন
  • বোর্ড এর ঘরে আপনার বোর্ড এর নাম নির্বাচন করুন।
  • রোল নাম্বার এর ঘরে আপনার রোল নাম্বার লিখুন।
  • রেজিস্ট্রেশন এর ঘরে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • তারপরে ঘরে বামে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে রেজাল্ট দেখুন।

মোবাইলে ফলাফল জানার উপায়

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

সাধারণ বোর্ডের ক্ষেত্রে JSC DHA 123456 2018

মাদ্রাসা বোর্ডের জন্য JDC MAD 123456 2018

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড নাম

  1. DHA – Dhaka Board
  2. BAR – Barisal Board
  3. SYL – Sylhet Board
  4. COM – Comilla Board
  5. CHI – Chittagong Board
  6. RAJ – Rajshahi Board
  7. JES – Jessore   Board
  8. DIN – Dinajpur Board
  9. MAD – Madrasah Board
  10. TEC- Technical Board

জেএসসি রেজাল্ট ২০১৯ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ

জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ পাবার পর যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি ফলাফল পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিম্নে দেয়া হলঃ

  • আবেদন করতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে লিখুন বিষয় কোড এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ
  • এক্ষেত্রে প্রতিটী বিষয় এর জন্য ১২৫ টাকা ফি প্রযোজ্য
  • ফিরতি এস এম এসে আবেদন ফি হিসাবে কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পাঠানো হবে। সম্মত থাকলে
  • মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে YES তারপর স্পেস দিয়ে পিন নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার একটি কন্টাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২০০ নাম্বারে।
  • একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। তার জন্য একটি বিষয় কোড লেখার পর কমা ব্যবহার করুন।

সকল জেএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। আমাদের লেখা জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সম্পর্কে বুজতে যদি কোন সমস্যা হয় অথবা আপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করে জানাতে পারেন। আমরা খুব দ্রুতই আপনার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

You can find your JSC Result 2019 along with the mark sheet. Just Follow Above Instruction and Get JSC Exam Result Fast.

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button