অন্যান্য

পহেলা ফাল্গুন ২০২৩ (বসন্ত) শুভেচ্ছা, এসএমএস, ক্যাপশন, স্ট্যাটাস

বাঙ্গালীদের কাছে অন্যতম একটি উৎসব হচ্ছে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব। বসন্ত উৎস হবে বাঙালি নারী ও পুরুষেরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উৎসবটি পালন করে থাকে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বসন্ত উৎসব নিয়ে বিভিন্ন আয়োজন করা হয়। তরুণ তরুণীদের মধ্যে পহেলা ফাল্গুন নিয়ে আকর্ষণ তৈরি হয় এবং আগ্রহ অনেক বেশি দেখা দেয়। তাই পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) শুভেচ্ছা, এসএমএস, মেসেজ, ক্যাপশন, স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। যাতে করে আপনারা এখান থেকে সকল বিষয়গুলো জেনে নিতে পারেন এবং প্রয়োজনে ব্যবহার করে নিতে পারেন। এছাড়া বাঙালিরা বাঙালি উৎসবগুলো অনেক বেশি আনন্দের সাথে পালন করে থাকে।

বাঙালির এই অন্যতম উৎসবটি কে পালন করার জন্য তরুণ তরুণেরা পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) শুভেচ্ছা, এসএমএস, মেসেজ, ক্যাপশন, স্ট্যাটাস খুজে থাকেন। তাদের জন্য মূলত এই সকল বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি।

পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) শুভেচ্ছা

ইংরেজি মাসের ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালন করা হয়। প্রতিটি বাঙালি নারী এবং পুরুষদের মধ্যে পয়লা ফাল্গুন নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্ম প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কয়লা ফাল্গুনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাই আপনাদের জন্য পহেলা ফাল্গুনের কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি।

  • ফুল ফুটুক আর নাই ফুটুক সবাইকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
  • এ বসন্ত হয়ে উঠুক জীবনের মধুর বসন্ত, তাই সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
  • চারপাশে হলুদ শাড়ির রমণী আর মাথার ফুলের গন্ধে বার্তা দিয়ে যায় এ যেন পহেলা ফাল্গুন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।
  • গাছের নতুন পাতা গজায় আর কোকিলের কন্ঠে মনে ইঙ্গিত দিয়ে যায় বসন্তের ছোঁয়ার। তাই তোমাকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

পহেলা ফাল্গুন

পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) এসএমএস

সকলে পহেলা ফাল্গুন ব্যাপক উৎসাহ নিয়ে পালন করে থাকেন। একে অন্যকে উইশ করে থাকে। তাই আপনারা যারা এসএমএসের মাধ্যমে পহেলা ফলগুন উইশ করতে চান তাদের জন্য নিম্নে কিছু পহেলা ফাল্গুনের অর্থাৎ বসন্ত উৎসবের এসএমএস দেয়া হলো-

**প্রিয়ারে প্রিয়ারে বলোনা তারে ভালোবাসা ছাড়া বাঁচি কি করে। তাই পহেলা ফাল্গুনে চাই তোমার ভালোবাসা

**এলো বসন্ত ডাকে পাখি, তোমার জন্য কাঁদে আমার আঁখি। কই তুমি কই তুমি আমার প্রিয়া, যাওনা তুমি আমায় একটু ভালোবাসা দিও। এই ফাল্গুনের চাই অনেক অনেক ভালোবাসা।

**পহেলা ফাল্গুনের দেখি অনেক বাঙালি নারী, তার মধ্যে আমি শুধু তোমাকেই খুঁজি। তাই তোমাকে জানি ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

**প্রিয়তমা তোমাকে জানাই ফাগুনের অভিনন্দন এক গোছা গোলাপ তোমার খোঁপা বেঁধে দিব বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছি ।

** ওগো আমার পিয়া তুমি হলুদ শাড়িতে সেজে।আমার মনের ভালবাসা উঠবে যে বেজে। তোমাকে ভালোবেসে এক গোছা গোলাপ দেব বেঁধে।

**তুমি কি শুনেছো কখনো কোকিলের ডাক কত মধুর হয়,তা শুধু ফাল্গুন এলেই বোঝা যায় । তুমি কি জানো ভুল কত সুন্দর হয়। তা শুধু ফাল্গুন নিয়ে বোঝা যায়। তাই ফাল্গুনের শুভেচ্ছা তোমাকে

**তুমি হলে রানী আর আমি হলাম রাজা, ফাল্গুনের দিনে আমি তোমায় দেবো ভালোবাসা,

** ওগো প্রিয়া তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি আমি সকাল সাজে, তোমায় আমি খুজে পাই ফাল্গুনের ফুলের মাঝে। তাই তোমাকে জানি ফোন করে অনেক অনেক শুভেচ্ছা।

**তুমি আমার দিন বন্ধু, তুমি আমার রাধ একসাথে চলবো আমি কাঁদে রেখে কাঁদ।
ফাল্গুনের দিনে তুমি আসবে কাছে, আপন করে নেব আমি তোমায় ভালোবাসে।

**তুমি ফাল্গুনের ফুলের মত তরতাজা একটি গোপন। তাই আমি ফাল্গুনের শুভেচ্ছা জানাই তোমাকে অনেক অনেক বার।

পহেলা ফাল্গুন ছবি

পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) মেসেজ

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানোর সবচেয়ে সহজ এবং প্রিয় মাধ্যম হচ্ছে মেসেজ। ম্যাসেজ এর মাধ্যমে খুব অল্প সময়ে এবং সংক্ষিপ্তে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানো যায়। তাই আপনার প্রিয়জন এবং আপনজনদেরকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা কিছু নিম্নে মেসেজ নিয়ে হাজির হয়েছি।

**কোকিলের কন্ঠে মেতে ওঠে মন ,গাছে গজায় নতুন পাতা আর এ থেকেই মনে হয় বসন্ত এসেছে। সবার মনে জাগে ফাল্গুনের ছোঁয়া তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

**চারিদিকে হলুদ শাড়িতে রমণীরা মাথায় এক গোছা ফুলের সুবাস দিয়ে জানিয়ে যায় ফাল্গুন এসেছে। তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

**ভালোবাসার ফাল্গুনী যদি হয় পাগলা হাওয়া, ভাবনার গভীর দেশে হারিয়ে নিবিড় পাওয়া। তাই সবাইকে জানাই ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা ।

**কত ফাল্গুন আসে ,কত ফাল্গুন যায় কোকিল পথ হারিয়ে কন্ঠ থেমে যায়। আবার এলো সেই পহেলা ফাল্গুন যা সবার ফুলে ফুলে রং ভরায়। পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

**মানুষের দেহে যেমন নিঃশ্বাস না থাকলে দেহের কোন মূল্য থাকে না ।তেমনি একটি গাছে পাতা না থাকলে তার কোন সৌন্দর্য থাকে না। আর এই পহেলা ফাল্গুন এসেছে মানে গাছের সৌন্দর্য নিয়ে এসেছে। তাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

** ফুল সবার পছন্দের একটি জিনিস। আর পহেলা ফাল্গুন মানে নতুন রংবেরঙের ফুলের সমারহ। আর ফাল্গুন মন ভরিয়ে যায় সবার ,তাই এই ফাল্গুনটি হচ্ছে সবার কাছে অনেক অনেক প্রিয়। তাই ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

**বাঙালি রমণীরা যখন হলুদ শাড়ি পড়ে মাথায় এক গোছা ফুল লাগায়। তখন মনে হয় ফাল্গুন বুঝি নতুন রং নিয়ে এসেছে। সুবাসে সুবাসে ভরে যায় সব জায়গা। তাই সবাইকে জানাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

**আসমান জমিন ভরে উঠুক বসন্তের আবেশে। ফুলে ফুলে ভরে উঠুক সারা দেশ সুবাসে। মানুষের জীবন ভরে যাক কোকিলের বাঁকে। তাই সবাইকে জানাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

**ফাগুন এমন একটি মাস যে মাসে পৃথিবীটা হয়ে যায় রঙিন। বাঙালির মন মেতে ওঠে রঙে রঙে। বাগান ভরে যায় ফুলে ফুলে। গাছ ভরে ওঠে পাতায় পাতায়। আর সবকিছু নতুন নতুন বলেই ফাল্গুন। ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

পহেলা ফাল্গুন ছবি

পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) ক্যাপশন

পহেলা ফাল্গুন কে উদ্দেশ্য করে বাঙ্গালীদের এই উৎসবকে আরো উৎসবময় পরিবেশ হিসেবে ফুটিয়ে তোলার জন্য বসন্ত উৎসবের কিছু ক্যাপশন ব্যবহার করতে পারেন। এই ধরনের ক্যাপশনগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে পোস্ট করতে পারেন। তাই আপনাদের জন্য আমরা কিছু ইউনিক পহেলা ফাল্গুনের ক্যাপশন নিয়ে হাজির হয়েছি।

ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) স্ট্যাটাস

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। কিন্তু একসাথে সকলকে উইশ করার জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে স্ট্যাটাস। সোশ্যাল মিডিয়াতে একটি সুন্দর স্ট্যাটাস দেয়ার মাধ্যমে একসাথে সকল ব্যক্তিকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানানো সম্ভব। তাই আপনাদের জন্য পহেলা ফাল্গুন সম্পর্কিত কিছু স্ট্যাটাস নিয়ে এসেছি যাতে করে আপনারা একটা স্ট্যাটাসের মধ্যে দিয়ে সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাতে পারেন।

প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।

চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।

পহেলা ফাল্গুন ছবি

আপনারা যারা পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্ত উৎসবের এ সকল বিষয়গুলো নিয়ে খুঁজছিলেন আশা করছি আপনারা আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে তা জেনে নিতে পেরেছেন। বাঙালিরা প্রতিটি উৎসবকে এমন ভাবে পালন করে থাকে যা বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি ফুটে উঠে। পহেলা ফাল্গুন ২০২৩ (শুভ বসন্ত) শুভেচ্ছা, এসএমএস, মেসেজ, ক্যাপশন, স্ট্যাটাস উপহার দেয়ার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button