অন্যান্য

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও উক্তি

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালন করা হয়ে থাকে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবকে কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে পালন করা হয়।  এটি একটি বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস এবং সারা বিশ্বে মানুষ দিবসটি পালন করে। মানুষ বহুভাষিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভাষাতত্ত্বের সচেতনতা প্রচার করতে এই দিনটি উদযাপন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই দিবসটি পালন করা হয়। ভাষাকে রাষ্ট্রভাষা করতে একদিন বহু বাঙালি শহীদ হন। এই দিনটির স্মৃতির জন্য, ইউনেস্কো ঘোষণা করেছিল যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশে বহু মানুষ তাদের মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস

২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালনের করতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সোস্যাল মিডিয়াতে স্ট্যাটাস, উক্তি, ছবি শেয়ার করে উদযাপন করে থাকি। সুতরাং, এই দিনে আপনি এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন এবং আপনার মাতৃভাষার প্রতি আপনার ভালবাসা ভাগ করে নিতে পারেন। মাতৃভাষা দিবসের বিভিন্ন ধরনের উক্তি শেয়ার করে আপনি এগুলো প্রকাশ করতে পারেন।

  • প্রান টা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান । কি মধুর বাংলা গানের শুর । মন ভরে যায়, যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায় । গর্ভে বুকটা ভরে যায় ,  তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।
  • ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। তাই সকল ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারী।
  • বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
  • আজ একুশে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা । এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না ।
  • যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা আমরা তাদের কখনো ভুলবো না।
  • মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
  • প্রানটা জুরে যায়
    যখন শুনি গ্রাম বাংলার গান,
    মন ভরে যায়
    যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
    গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
    যারা জীবন দিয়েছে ভাষার তরে।
  • ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
    ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
    ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
    ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
    ফাল্গুণ মানে ভাষার মেলা
    আমার তোমার সবার।
    সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
  • বাংলাদেশের সোনার ছেলে,
    ভাষা শহিদ দের দল।
    জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
    তাদের দানে আজকে মোরা
    স্বাধীন ভাবে বাংলা বলি।
    সেই সোনাদের ত্যাগের কথা
    কেমন করে ভুলি।
  • যদি এই ভাষাটা না থাকতো
    তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
    সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
ভাষা দিবসের স্ট্যাটাস
ভাষা দিবসের স্ট্যাটাস

ভাষা দিবসের স্ট্যাটাস

আপনি যদি এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুন্দর কোন স্ট্যাটাস মনে করতে না পারেন তাহলে এই নিবন্ধ থেকে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারবেন। এখানে বিনামূল্যে আপনি একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।

  • মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, মুক্ত বাংলা সবার আছে, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।
  • ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মেটাই মনে আঁশ ।
  • বাংলাদেশের সোনার ছেলে,
    ভাষা শহিদ দের দল।
    জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
    তাদের দানে আজকে মোরা
    স্বাধীন ভাবে বাংলা বলি।
    সেই সোনাদের ত্যাগের কথা
    কেমন করে ভুলি।
  • যদি এই ভাষাটা না থাকতো
    তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
    যদি এই ভাষাটা না থাকতো
    তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
    সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
  • রক্তে লিখা একটি দিন,
    নাম তার ২১শে ফেব্রুয়ারী।
    শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
    জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
    বাকি ৩৬৪দিন শহীদ মিনার
    কাটে যে অবহেলায়।
    আজ তুই জবাব দে মা,
    যাদের জন্য জবাফুল হল লাল।
    রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
    ১দিন স্মরণ করে কি শোধ হবে,
    ৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

২১শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা

সবাই তাদের মাতৃভাষাকে ভালোবাসে। যেহেতু এই অনুষ্ঠানটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা গুলো সবার সাথে শেয়ার করতে পারেন। এবং আমরা ২১ শে ফেব্রুয়ারি অগ্রিম শুভেচ্ছা বার্তা এখানে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান…
সকাল বেলা পান্তা খেয়ে
বৈশাখের ঐ দিনে,
বিকেল বেলায় উঠছো আবার
ইংলিশ, হিন্দি গানে মেতে…

মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, মুক্ত বাংলা সবার আছে, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।

ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মেটাই মনে আঁশ ।

যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?

বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহীদের দল ।
জীবন দিয়ে এনে দেবো বাংলা ভাষার ফল ।
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি ।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,
করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,
ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।

২১শে ফেব্রুয়ারি এসএমএস
২১শে ফেব্রুয়ারি এসএমএস

২১শে ফেব্রুয়ারি এসএমএস

যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা

যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।

এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো তাই আমি এই ২১ ভুলতে পারিনা!!

যতকাল রবে এই বাংলা রয়ে যাবে সকল ভাষা শহীদদের স্মরণ।

আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না

২১ শে ফেব্রুয়ারি উক্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে অনেক মানুষের উক্তি রচনা হয়ে গেছে।এই দিনটিকে মানুষ মনের গভীর থেকে শ্রদ্ধাবোধ নিয়ে উদযাপন করে থাকে। কারণ বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছিল।তাই আমাদের জন্য এখানে ২১ শে ফেব্রুয়ারি উক্তি দেওয়া হল।

ভাষা চিন্তার পোশাক- স্যামুয়েল জনসন

আমার ভাষার সীমা আমার বিশ্বের সীমা” – লুডভিগ উইটগেনস্টাইন

ভাষা হল ওয়াইন অন দ্য লিপস-ভার্জিনিয়া উলফ

ভাষা হল আত্মার রক্ত যার মধ্যে চিন্তাভাবনা চলে এবং যা থেকে তারা বেড়ে ওঠে- অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র।

আমরা ভারতীয়দের জন্য, আমি মনে করি না ইংরেজি কখনো আবেগের সেই জাদুকে উড়িয়ে দিতে পারে যা আমাদের মাতৃভাষা করতে পারে- কৈলাশ খের

এই মহাবিশ্বকে খুব ভালভাবে শব্দ এবং সিলেবলে প্রকাশ করা যেতে পারে যা কারো মাতৃভাষার নয় – তাহার বেন জেলুন

একটি ভিন্ন ভাষা জীবনের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি- ফেদেরিকো ফেলিনি

কোনো ভাষা হারিয়ে গেলে আমি সর্বদা দুঃখিত কারণ ভাষাগুলি জাতির বংশধর- স্যামুয়েল জনসন

ভাষা জোয়ারের উপর চাঁদের মতো লুকানো শক্তি প্রয়োগ করে। – রিটা মে ব্রাউন

আপনি যত বেশি ভাষা স্বীকার করবেন, তত বেশি আপনি মানুষ। – টমাস গ্যারিগু মাসারিক

আমরা প্রেমের জন্ম; ভালোবাসা আমাদের মাতৃভাষা।

আপনি একটি ভাষা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি অন্তত দুটি বুঝতে পারেন।” – জিওফ্রে উইলিয়ামস

ভালবাসা একটি সাময়িক সমাধি – প্লেটো

মাতৃভাষা দিবস
মাতৃভাষা দিবস

মাতৃভাষা দিবসের  কবিতা

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে ।
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !
মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই দিনটি শুধু শোকের নয়, গৌরবেরও। ১৯৫২ সালের আজকের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে রক্ত দেয় ভাষা সৈনিকরা। যা বিশ্ব ইতিহাসে বিরল, পৃথিবীর কোন জাতি নিজের ভাষায় কথা বলার জন্য রক্ত দেননি। বাংলাদেশের সকল মানুষের মতো বিনোদন কর্মীরাও এই দিনটি পালন করছেন তাৎপর্যের সঙ্গে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button