ভর্তি

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২২। HSC কলেজ ভর্তি মেধা তালিকা

কলেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২২ আজ ২৯ই জানুয়ারী প্রকাশ করা হবে। মেধা তালিকার শিক্ষার্থীদের আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে।

কলেজে একাদশ শ্রেনী ভর্তি রেজাল্ট ২০২২। আজ ২৯ই জানুয়ারী ২০২১-২০২২ সেশনের কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। একাদশ শ্রেনীর ভর্তির ক্ষেত্রে তিন দফায় মেধা তালিকা প্রকাশ করা হবে, তার মধ্যে প্রথম মেধাতালিকা ২৯ই জানুয়ারী প্রকাশ করা হবে। কলেজ ভর্তির প্রাথমিক আবেদন ৮ই থেকে ১৭ই জানুয়ারী গ্রহন করা হয়। আবেদন শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ১ম মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করে আছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশিদ জানিয়েছেন, ২৯ই জানুয়ারী যেকোন সময় বিশেষ করে রাত ৮টার দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে।

একাদশ শ্রেনীর ভর্তির জন্য ২০২১-২০২২ সেশনে প্রায় ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেছেন। তারা মোট ৭৬ লাখ ২৯ হাজারের বেশি পছন্দ দিয়েছেন এসব শিক্ষার্থী। তারা ৫ থেকে ১০টি করে কলেজ নির্বাচন করেছে।

কলেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২২

কলেজ ভর্তির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে রেজাল্ট প্রকাশের জন্য। তারা ১ম মেধা তালিকায় স্থান পাবে তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কলেজ ভর্তি সম্পূর্ন করতে হবে অন্যথায় তাদের মেধা তালিকা বাতিল হয়ে যাবে। তাদের পূনরায় আবেদন করে ২য় মেধাতালিকার জন্য অপেক্ষা করতে হবে।

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল দেখা যাবে। আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই সে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে তা জানা যাবে। মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে। ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম রাতের পর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।

আজ রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশিত হবে।

কলেজ ভর্তি রেজাল্ট চেক করার নিয়ম

শিক্ষার্থীরা অনলাইনে ঘরে বসেই ফলাফল জানতে পারবেন। আপনি যদি অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট চেক করার পদ্ধতি না জেনে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এখুনি জেনে নিন। অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট চেক করবেন তার পদ্ধতি নিচে প্রকাশ করা হলো।

  1. সবার প্রথমে একাদশ শ্রেণির ভর্তি অফিশিয়াল ওয়েবসাইটে  www.xiclassadmission.gov.bd প্রবেশ করুন ।
  2. এর পর ফলাফল দেখুন এই অপশনে  ক্লিক করুন ।
  3. তারপর আপনার রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিন ।
  4. সব শেষে  আপনার ভর্তি ফলাফল সংগ্রহ করুন।

একাদশ ভর্তির প্রথম মেধা তালিকা ২০২২

একাদশ শ্রেণীর ভর্তি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। সকল শিক্ষার্থীরা জিপিএ বেশি পেয়েছে এবং যে সকল শিক্ষার্থীদের মার্কস বেশি তারা অগ্রাধিকারের ভিত্তিতে ভালো কলেজগুলো পেয়েছে এবং যেহেতু শিক্ষার্থীদের কলেজের ক্ষেত্রে অগ্রাধিকার অপশনটি ছিল অর্থাৎ ১ থেকে ১০ নাম্বার অনুযায়ী শিক্ষার্থীরা নাম্বার নির্ধারণ করেছে সে অনুযায়ী শিক্ষার্থীদের কলেজ নির্ধারণ হয়েছে। শিক্ষার্থীদের মেধা যাচাই বাছাই শেষে আজকে একাদশ শ্রেণির ভর্তির ফলাফল প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হলো। এরপরে একাদশ শ্রেণির আরো দুইটি ধাপের ফলাফল প্রকাশিত হবে। আপনি এখান থেকে একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফলাফল দেখতে পারবেন।

১ম মেধা তালিকার পরবর্তী করনীয়

৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন রেজাল্ট ২০২১

যে সকল শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেধা তালিকায় নির্ধারিত কলেজ ভর্তি হওয়ার সুযোগ পাবে, তাদের মধ্যে অনেক শিক্ষার্থী তাদের পছন্দ অনুযায়ী কলেজটি পাবে না। তবে সে সকল শিক্ষার্থীরা চাইলে মাইগ্রেশন করে তাদের পছন্দ অনুযায়ী কলেজটিতে ভর্তি হতে পারবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button