ভর্তি

ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী

অ্যাসাইনমেন্ট: ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী :

(ক) একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানাে হলাে। ধারকটির ধারকত্ব C ও প্রতিটি পাতের ক্ষেত্রফল A হলে প্রতিটি পাতে কত মানের চার্জ জমা হবে?

(খ) এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে?

(গ) ধারকে সঞ্চিত শক্তির মান কত?

(ঘ) তােমার দেওয়া (খ) ও (গ) এর উত্তর ভিন্ন হলে, এর কারণ ব্যাখ্যা করাে। যদি ভিন্ন না হয়, তবে তাও ব্যাখ্যা করাে।

(ঙ) চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলাে এবং পাতদ্বয়ের মাঝের দুরত্ব দ্বিগুণ করা হলাে। ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত ?

(চ) শেষােক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে ?

(ছ) এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করাে। একটি স্প্রিংয়ের প্রসারণ এর সাথে তুলনা করে তােমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করাে।

ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button