Assignment

SSC 4th Week Assignment Answer 2022 PDF Download All Groups

SSC Assignment 2022

নোটিশ: ১ম, ২য় ও ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখুন এখানে ক্রিক করে।

SSC Assignment 2022 4th Week

এসএসসি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমন্টে প্রকাশ

Let’s move on to the next sections where you will find your desired solutions.

Science Group Assignment

শক্তির রুপান্তর: ৭৫ কেজি একটি পাথর ৪০ মিটার উচু থেকে ছেড়ে দেওয়া হলো।

  • ক. ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত?
  • খ. ৪০মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী কী রূপে রয়েছে ব্যাখ্যা কর।
  • গ. বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি ১০ মিটার পরপর বন্ডুটির সময়- গতিশক্তি ও সময়-বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
  • ঘ. লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ দেখাও ।

নির্দেশনা

  • পাঠ্য বইয়ের ৪৭-৪৯ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরন করতে হবে।
  • পাঠ্য বইয়ের ১০০-১০৮ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরন করতে হবে।

সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমণের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহন।

Higher Math Assignment

অ্যাসািইনমেন্ট: স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যা সমাধান

মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। মিনার বয়স y বছর ও রাজুর বয়স x বছর এবং তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। x ও y কে চলক বিবেচনা করে সমীকরণটি থেকে যে সরলরেখা পাওয়া
যায় উক্ত সরলরেখার উপর A(m,5) একটি বিন্দু। সরলরেখাটি x ও y অক্ষদ্বয়কে যথাক্রমে p ও q বিন্দুতে ছেদ করে।

ক) A বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর ও সরলরেখাটি অঙ্কন করে A বিন্দুটি চিহ্নিত কর। (সমীকরণ নির্ণয় করে A (m, 5) বিন্দু দ্বারা সিদ্ধ করবে ও m এর মান নির্ণয় করবে। সুবিধামত একক নিয়ে গ্রাফ পেপারে সরলরেখাটি আঁকবে ও A বিন্দুটি চিহ্নিত করবে।)

সম্পূর্ন সমাধান দেখুন: স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যা সমাধান

Business Group Assignment

We have come up with an easy solution to the Business assignment for class 10. Download the solution from the following image and go through it to easily understand all the topics you are unable to complete on your own. Make sure you do it quickly so that you can submit the assignment on time.

অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ।

সম্পূর্ন সমাধান দেখুন: অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ।

Business Entrepreneurship 4th Week

সমাধনা দেখুন: ব্যবসায় উদ্যোগের সৃষ্টিতে আন্তকর্মসংস্থানের ভূমিকা নিরুপন।

Humanities Group Assignment

গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপনপূর্বক বিশ্বসভ্যতার অগ্রগতিতে উভর সভ্যতার অবদান মূল্যায়ন।

নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ) :
ক) গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি ব্যাখ্যা;
খ) ভৌগলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য-বৈসাদৃশ্য ছকে উপস্থাপন;
গ) শিক্ষা, সাহিত্য ও দর্শনের গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন;
ঘ) স্থাপত্য, ভাক্কর্য ও বিজ্ঞানে সভ্যতা দুটোর অগ্রগতির চিত্র উপস্থাপন।

সমাধান দেখুন: গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক ও বিশ্বসভ্যতার অগ্রগতিতে অবদান মূল্যায়ন।

রাষ্ট ও রাষ্টের উপদান, রাষ্টের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট ও সরকারে সম্পর্ক বিশ্লেষণ।

  • ক. পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে;
  • খ. প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে;
  • গ. রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে;
  • ঘ. রাষ্ট্র গঠনের উপাদানসমূহ বিশ্লেষণ করতে হবে;
  • ঙ. কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তা বর্ণনা করতে হবে;

সমাধান দেখুন: রাষ্ট ও রাষ্টের উপদান, রাষ্টের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট ও সরকারে সম্পর্ক

একটি নিদিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে –

উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি ও রেখার সাহায্যে বিশ্লেষণ – সকল ক্ষেত্রে বিধিটির কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): উপযােগ • মােট উপযােগ • প্রান্তিক উপযােগ • উপযােগ সূচি • সূচি থেকে রেখা অংঙ্কণ • বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা;

সমাধান: একটি নিদিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে

Final Word

Examresultbd

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Examresultbd. Follow us on Google+ To Get Result Updates.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button