Assignment HSC

HSC Physics Assignment Answer 2022 (6th Week, 7th Week) PDF

Welcome to HSC 6th Week Physics Assignment Answer 2022 For The Examinations 2022. In this Post, we are provide you 6th and 7th Week Physics Assignment 2022 Answer and Event Every Week assignment Answer for HSC Physics Subject. We would love to announce that the HSC Physics assignment 2022 answer and question are here. How can it help you? To cope with the new assignment series, you need to have a clear understanding of the different topics of the syllabus. But as colleges are closed for a long time, preparing yourself for this new challenge is a challenge itself.

So, here will be our detailed discussion about the HSC Physics assignment 2022 where we will provide both questions and answers to make the game easier for you. Let’s get started. However, you Already know students have to complete Assignment with due time.

HSC Physics Assignment 2022 Answer

The assignment process is a comparatively newer addition to our education system. It started the last year when all the educational institutions were shut down due to the coronavirus pandemic. But the HSC assignment has just started to keep the students of colleges busy with their studies.

It will develop their interest to study attentively to do well in the assessment. But for the preparation, you will need good resources so that you can understand all the topics of the assignment. So, we have created a bunch of solutions for different assignments in this series.

HSC Physics Assignment Answer 2022

Here will be the question of the HSC Physics assignment 2022 so that you can download the question without any hassle. Only then you can focus on important topics to get them done. To help you in solving difficult topics, you can take a look at our solution that is available for everyone to download for free.

HSC 6th Week Physics Assignment Answer

Once you have gone through the questions, you will find that some questions are pretty easy to answer. But at the same time, there will be some difficult questions that you need to face with different techniques. In our solution, we have provided the easiest techniques to deal with these questions.

Get Answer: বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলাের ভূমিকা বিশ্লেষণ।

4th Week Assignment Answer

নিউটনের গতিসূত্রগুলাের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ

Fig-1 এ একটি 30° কোণে আনত মসৃণ তল বেয়ে 50kg ভরের একটি ব্লককে দড়ি দিয়ে সমত্বরণে উঠানাে হচ্ছে।

  • (ক) ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও।
  • (খ) ব্লকটিকে স্থিরাবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কী কী গতিসূত্র কাজ করছে এবং কীভাবে প্রয়ােগ হচ্ছে-বিশ্লেষণ করাে।
  • (গ) মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, এই অবস্থায়ও ব্লকটির ওপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র তা এঁকে দেখাও।
  • (ঘ) আনত কোণের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলের কীরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও।
  • (ঙ) আনত তলের কোণ বাড়িয়ে 45° করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করাে। এই ক্ষেত্রে ঘর্ষণ বল 10 N।
  • (চ) ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়ােগকৃত বলের মান কমে 138N হয়। এ পর্যায়ে ব্লকটি সমত্বরণে নিচে নামতে থাকে। এই সমত্বরণ নির্ণয় করাে। নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 sec পর ব্লকটির বেগ কত হবে? এক্ষেত্রে ঘর্ষণ বল 7N ধরে নাও।

নির্দেশনাঃ 

  • (ক) ও (গ) এর ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলাে বলের উপাংশের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দিক দেখাতে হবে
  • (ঘ) এর লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত ৫টি গ্রহণযােগ্য মান নিতে হবে। (15° – 75 এর মধ্যে। মানগুলি নেয়া যেতে পারে।

অ্যাসাইনমেন্ট সমাধান: নিউটনের গতিসূত্রগুলাের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ।

1st Week Physics Assignment Answer of HSC

HSC Exam 2022 Physics 1st Week Assignment Task Provide you from the Chapter 2 Named Vector. However, students have to Provide A Question Answer Which Included 5 Sub-Question. Now, check The Question and Instruction and Write Your Task by taking our sample Solution.

অ্যাসাইনমেন্ট প্রশ্ন: একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামাে চিন্তা করাে। প্রসঙ্গ কাঠামােটির মূলবিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P(3,-4,5) ও Q(2,-1,1)। P ও Q বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে P ও Q দ্বারা নির্দেশ করাে।

(ক) P বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করাে। PQ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করাে।

(খ) P ও Q ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত?

(গ) ধরাে তােমার প্রসঙ্গ কাঠামােতে অপর একটি ভেক্টর R = 1+ 2- 3k। P, Q এবং R চিত্র ১ এর ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করাে ও উত্তরের পক্ষে তােমার ব্যাখ্যা উপস্থাপন করাে।

চিত্র ১: ঘন সামান্তরিক

(ঘ) এবার একটি নদীর প্রস্থ হিসেবে P এর মানকে বিবেচনা করাে। ধরাে, Q সেই নদীর স্রোতের বেগ ও R নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ঐ নৌকায় বসে আছ। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কী ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও। (নৌকাটি এর চেয়ে জোরে চালানাে সম্ভব নয়)

(ঙ) নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করাে।

(চ) এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনাে পরিবর্তন করতে হবে কিনা? গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কিলােমিটার এককে এবং বেগ কিলােমিটা ঘন্টা এককে পরিমাপ করতে হবে।

Download here: HSC Assignment Cover Page 2022

2nd Week HSC Physics Assignment Answer

This is a continuous process and we will align ourselves with the assignment series to publish your necessary solutions in time. We urge you to focus on the next section where you will find the answer to the HSC Physics assignment 2022 for the 2nd week.

অ্যাসাইনমেন্ট প্রশ্ন:

(ক) এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার ২য় সূত্র লেখ। তিন প্রক্রিয়ায় [(1) পরিবহন (২) পরিচলন ও (৩)। বিকিরণ] তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।

(খ) ধরাে তুমি 27° C তাপমাত্রায়, স্বাভাবিক চাপের এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমােষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে চারগুণ করলে। এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করাে।

(গ) সমোষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না-ব্যাখ্যা করাে। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করাে।

(ঘ) সমচপি প্রক্রিয়ায় এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন চার গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমাচাপ ও সমােষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন। প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের তুলনা করাে।

(ঙ) কানোর চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অংকন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো।

(চ)
Untitled

Fig: 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং Fig: 2 এর। ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানান্তরের জন্য। নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা? উত্তরের পক্ষে যুক্তি চিত্রের আলােকে গাণিতিকভাবে ব্যাখ্যা করাে।

Download : All Subject Assignment of Science Group

Science Group More Subject Answer:

Rule and Instruction

The Directorate of Secondary and Higher Education has also given some instructions so that students don’t make any mistakes in the process. Check the following instructions before you start.

  • You will get assignment questions on the official website of DSHE.
  • You need to complete the tasks of the assignment and submit them within the last day of the week.
  • Your assignment will be evaluated based on different rubrics.

Final Word

We are finished with the HSC Physics assignment 2022. You can now move forward with writing your assignment if you have already downloaded the solution. See you next week.

Examresultbd

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Examresultbd. Follow us on Google+ To Get Result Updates.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button