Assignment

SSC Bangla Suggestion 2022 PDF: 1st & 2nd Paper Question

SSC Exam 2022 is knocking at the doors of candidates. At this time, students are interested in getting different suggestions for each subject. Bangla is an easy subject but many students find it difficult. Bangla 1st Paper and 2nd Paper – total 200 marks exam (Bangla 1st Part – 100, Bangla 2nd Part – 100). Some things must be kept in mind while getting maximum marks in Bangla subjects. How the marks are distributed and how many marks a question carries must be considered first. The purpose of today’s article is to give a simple SSC bangla suggestion 2022 to the students.

However, if you are looking for a simple and effective suggestion then this article is for you as here are some Bangla 1st and 2nd Paper short suggestions 2022 that can be covered in a short time. Besides, you will also know how to get more marks.

SSC Bangla Suggestion 2022

We have added not only questions but also required answers from SSC Bangla 1st Paper Suggestion 2022. Which you can download from each chapter in PDF file. Below is the list of chapters of SSC exam candidates Bengali 1st paper in 2022. However, 1st Check the Short Syllabus 2022 for SSC Exam 2022.

SSC Bangla 1st Paper Suggestion 2022

Bangla 1st paper contains a total 11 questions on written part from Prose, Poem and Novel. Out of 100 marks, 70 marks are to be answered in the written part and 30 marks are to be answered in multiple choice questions. 11 questions of the written part will be in the same format. A stimulus will be given and below it will be 4 questions. Candidates must answer 4 questions carefully. It is good to say here that there is no chance of getting good marks in the Bangla exam only by memorization. Use your creativity here. So read the board book very well.

30 questions to be answered in the multiple choice section. Here too some questions will be stimulating. Besides, in some questions, 5 options are given, from which it becomes difficult to choose the right answer. No more time can be spent on a question as there is a fixed time limit. Besides reading the book, one should also read about the biography of each author. You will get several questions from here.

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন ২০২২ গদ্য অংশ

  • প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
  • পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
  • উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?
  • কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
  • প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে?
  • নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
  • দেওয়ানা মদিনার কবি কে?
  • পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
  • মা খিদে পেয়েছে কে বলল
  • দূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
  • নিম গাছের কি ইচ্ছা করলো?
  • নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।
  • বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
  • মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বুঝানো হয়েছে?
  • নীতির চর্চা কোথায় করতে হয়?
  • সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
  • কপোল শব্দের অর্থ কি?
  • মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
  • বনফুলের প্রকৃত নাম কি?
  • পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • জমিদারের কাছারির কর্তাকে?
  • অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
  • জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?
  • রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
  • প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
  • মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
  • যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
  • প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
  • অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
  • শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
  • মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
  • মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
  • দুর্গার বাবার নাম কি?
  • কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন কবিতা অংশ

  • বিমুখ প্রান্তরে অর্থ কি
  • মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে
  • যত্রতত্র শব্দের অর্থ কি
  • অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে কেন।
  • কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি
  • কপোতাক্ষকের দুগ্ধস্রোতরূপি বলেছেন কেন
  • সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
  • রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
  • দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে- ব্যাখ্যা কর।
  • কবি সিকান্দার আবু জাফর এর মতে মানুষ কিভাবে নিজের আয়ু কমায়
  • আশা কবিতাই প্রতিবেশীর আধার ঘরে আলো জালানো বলতে কী বোঝানো হয়েছে
  • পল্লীজননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
  • চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি
  • দুঃছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি ব্যাখ্যা কর।
  • সনেটের ষষ্টকে কি প্রকাশ পায়?
  • জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে কী বোঝানো হয়েছে?
  • মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত
  • ঐ মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় ভুখারীর এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা কর।
  • মোল্লা মুসাফির কে কোথায় গিয়ে মরতে বলেছেন
  • হায় রে ভজনালয় বলতে কবি কী বুঝিয়েছেন
  • আর কি হে হবে দেখা এখানে কে কাকে প্রশ্ন করেছে
  • বারি রূপ কর বলতে কবি কী বুঝিয়েছেন
  • হিন্দুর অক্ষর কি
  • আরবি ফারসি হিন্দে নাই দুই মত বলতে কি বুঝানো হয়েছে
  • সংসার সমরাঙ্গনে কেন
  • কবি কেন কালাপাহাড় কে আহবান জানিয়েছেন
  • মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  • ফটিক জল অর্থ কি
  • কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন
  • বহু দেশেকবি কি দেখেছেন
  • কোথা থেকে তুমি এলে এ জিজ্ঞাসা কেন?

SSC Bangla 2nd Paper Suggestion 2022

The written part of Bangla 2nd paper consists of grammar and other parts. Total 70 marks are answered here. Many do not understand how to prepare best for this section. The grammar part must be read with understanding, here it is not possible to do well in the exam just by memorizing. The writing section is more structured than the grammar section. For this reason, there should be enough importance. In this case it is enough to follow a simple suggestion.

The part which is memorized should be well memorized. However, you should have the ability to write by yourself because it is not unusual to have questions out of suggestions in the SSC exam. Then multiple choice questions. Here you have to answer 30 questions. There will be questions from grammar and memorization sections. So read the details of the board book very well.

অনুচ্ছেদ:

  • পরিবেশ দূষণ
  • যানজট
  • বই পড়া
  • সত্যবাদিতা
  • সড়ক দুর্ঘটনা
  • বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস
  • বাংলা নববর্ষ
  • ইন্টারনেট
  • শিশুশ্রম
  • খাদ্যে ভেজাল
  • যৌতুক প্রথা
  • ডিজিটাল বাংলাদেশ

সারাংশ ও সারমর্ম:

  • বইয়ে যেগুলো দেওয়া আছে সবগুলোই।
  • অথবা পাঞ্জেরী বাংলা সাজেশন টা ফলো করতে পারেন।
  • ব্যক্তিগত পত্র:
  • ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা।
  • কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন।
  • শিক্ষা সফরের উপকারিতা।
    জীবনের লক্ষ্য
  • ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটারের প্রয়োজনীয়তা।
    বইমেলার বর্ণনা।

আবেদনপত্র:

  1. প্রশংসা পত্র চেয়ে।
  2. আর্থিক সাহায্য চেয়ে।
  3. সড়ক ও সেতু সংস্কারের জন্য।
  4. শিক্ষা সফরের অনুমতি চেয়ে।
  5. দুর্যোগ এলাকায় ত্রাণ চেয়ে।
  6. পাঠাগার স্থাপনের জন্য।
  7. বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে চেয়ারম্যান অথবা মেম্বারের নিকট।

ভাব সম্প্রসারণ (গদ্যাংশ):

  1. কীর্তিমানের মৃত্যু নেই…..।
  2. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য…..।
  3. ভোগ নয় ত্যাগেই…..।
  4. আত্মশক্তি অর্জন…..।
  5. চরিত্র মানুষের অমূল্য সম্পদ…..।
  6. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন…..।
  7. বন্যেরা বনে সুন্দর…..।
  8. স্পষ্টভাষী শত্রু…..।

ভাব সম্প্রসারণ (কবিতাংশ):

  • গ্রন্থগত বিদ্যা…..।
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে…..।
  • আলো বলে অন্ধকার…..।
  • শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির…..।
  • বিশ্রাম কাজের অঙ্গ…..।
  • সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে…..।
  • নানান দেশের নানান ভাষা…..।
  • স্বদেশের উপকারে নাই যার মন মা,কে বলিবে মানুষ তারে পশু সেই জন…..।

প্রতিবেদন (প্রাতিষ্ঠানিক অথবা বিদ্যালয়ের):

  1. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
  2. জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ।
  3. বৃক্ষরোপণ সপ্তাহ।
  4. লাইব্রেরি জরিপ।
  5. স্বাধীনতা /মাতৃভাষা অথবা বুদ্ধিজীবী দিবস উদযাপন।
  6. বিজ্ঞান মেলা।

রচনা লিখন:

  • মানব কল্যাণে বিজ্ঞান (ডিজিটাল বাংলাদেশ)।
  • কম্পিউটার (ডিজিটাল বাংলাদেশ)।
  • দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
  • মাদকাসক্তির অপকারিতা ও প্রতিকার।
  • কৃষি অথবা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান।
  • অধ্যাবসায়।
  • শ্রমের মর্যাদা।
  • বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অথবা ঋতুবৈচিত্র্য।
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার।
  • জাতি গঠনে নারী সমাজের ভূমিকা।
  • বাংলাদেশের বেকার সমস্যার সমাধান।
  • দৈনন্দিন জীবনে সংবাদপত্রের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো।

How to Get the Highest Mark in Bangla 1st Paper?

The first condition to get maximum marks in Bangla is to avoid irrelevant questions. Whatever you write should be relevant and relevant to the question. Read 5 stories and essays for prose, and 5 poems for verse section. Apart from this, there are several readings in the novel section as well. Try to score as many marks as possible in the written part. The value of each question is 10 so try your best to answer each question. There is no option to answer 100 marks in order to get maximum marks.

Creative questions should be practiced again and again before the exam. If you are weak in writing then you must practice writing. Being able to finish writing in a short amount of time is a big deal. Don’t expect to leave any marks, it has the potential to decrease the descent. Similar attention should be paid to multiple choice questions. 1 mark for each question here, so if you answer 30 questions correctly you will get a solid 30 marks. You can practice different model tests before the exam to do well in multiple choice.

How to Get Highest Marks in Bangla 2nd Paper?

In the 2nd paper, memorization is more, but to get more marks, you must understand each and every thing. Besides, more practice should be done at home so that writing becomes faster in the exam hall. Here also you can find various model tests at home. It will increase confidence.

Examresultbd

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Examresultbd. Follow us on Google+ To Get Result Updates.

Related Articles

Back to top button