Info

ঈদ মোবারক শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, মেসেজ ২০২২

ধর্মপ্রাণ মুসল্লীদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আর কিছুদিন পর ঈদুল আযহা উদযাপন করা হবে। সকল মুসলিম ঈদুল ফিতর নিয়ে অনেক বেশি উৎসাহিত থাকে। কারণ ইসলাম ধর্মের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর উদযাপন করার জন্য সকল মুসল্লীরা অপেক্ষা করে থাকেন। এবং যখন শুনতে ঈদের চাঁদ উঠে গিয়েছে তখন সকলের মধ্যেই ঈদের শুভেচ্ছা  জানানো হয় এবং শুভেচ্ছা মধ্য দিয়ে ঈদ উদযাপন শুরু হয়। তাই আমরা আপনাদের জন্য ঈদ মোবারক শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, কিছু কথা, মেসেজ ২০২২ নিয়ে এসেছি।

যাতে করে আপনারা ঈদের চাঁদ দেখার পর সকল মুসলিম ভাই ও বোনদের কে খুব সহজে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন এবং ইসলাম ধর্মের ভ্রাতৃত্ব এবং কর্তব্য বজায় রাখতে পারেন। কারণ ইসলাম ধর্মের মধ্যে সকল শ্রেণীর মানুষ সমান। ইসলাম ধর্মের কোন শ্রেণীর নেই, নেই কোনো বৈষম্য। সুতরাং আমরা সকল মুসলিম ভাই-বোন। তবে এখন তাহলে আমরা জেনে নেই ঈদ মোবারক শুভেচ্ছা, উক্তি, কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস এবং কিছু মেসেজ।

ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

ঈদ উদযাপন করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। আরে শুভেচ্ছার মধ্য দিয়ে পূর্বের সকল বিদ্বেষ ভুলে একসাথে ঈদ উদযাপন করে থাকেন। ঈদের শুভেচ্ছা মানুষের মধ্যে সকল  মান অভিমান মুছে ফেলে। ঈদের চাঁদ উদিত হওয়ার পর সকল মুসলিম ভাই ও বোনেরা একজন আরেকজনকে ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২ জানিয়ে থাকে।

ঈদের নামাজে ভূল করতে না চাইলে দেখুন নিচের লিংক থেকে
ঈদুল আযহা নামাজের নিয়ত-নিয়ম ও তাকবির [আরবি ও বাংলা উচ্চারন]

দেখুন: কোরবানির মাংস বন্টন করার সঠিক নিয়ম

আর আমরা আপনাদের জন্য ঈদ মোবারক শুভেচ্ছা সম্পর্কিত কিছু ঈদ মোবারক শুভেচ্ছা নিয়ে এসেছি। যাতে করে আপনাদের কোনো কষ্ট করতে না হয়। তাই আপনারা আমাদের এখান থেকে এসকল ঈদ মোবারক শুভেচ্ছা খুব সহজে সংগ্রহ করে নিতে পারেন এবং আপনার প্রিয় জন, আপনজন শুভেচ্ছা জানাতে পারেন।

আপনাকে এবং আপনার প্রিয়জনকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা! এই হজের মৌসুমে সর্বশক্তিমান আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের সমৃদ্ধির দিকে নিয়ে যান।

আমার সকল প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যদের অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ আমাদের জীবনে জ্ঞান, শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমীন।

শেষ হতে চলেছে পবিত্র হজ মাস। আমি আশা করি যে আমরা সবাই হজ মাসে আমাদের অর্জিত জ্ঞানের অমূল্য রত্নগুলিকে বাস্তবে প্রয়োগ করব। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

আমার সকল বন্ধু ও পরিবারকে অগ্রিম ঈদ মোবারক। হাসি, ভাল খাবার, এবং আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিয়ে একটি সুন্দর ঈদ কাটুক সেই আশা করি।

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২২

বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুকের প্রযুক্তি ব্যবহার করে একজন আরেকজনের সাথে খুব সহজে এবং অল্প সময়ে যোগাযোগ করতে পারছে এবং নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর করে তুলছে। তাই যখন ঈদের চাঁদ দেখা যাবে তারপরে সকলে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকবে। একটি স্ট্যাটাস এর মধ্য দিয়ে ফেসবুকের সকল ফ্রেন্ডকে ঈদের শুভেচ্ছা জানানো যায়।

আমাদের সমস্ত কষ্ট শান্তিতে প্রতিস্থাপিত হোক। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হোক। সবাইকে ঈদ মোবারক!

আসুন আমরা সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ হই যে তিনি আমাদের প্রতি যে করুণা দেখিয়েছেন এবং আমাদের এই চমৎকার জীবন দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। ঈদ মোবারক!

এই ঈদ হোক ভালোবাসা ভাগাভাগি করার এবং যত্ন নেওয়ার উপলক্ষ যাদের ভালোবাসা এবং যত্ন নেওয়া দরকার। সবাইকে ঈদ মোবারক!

অনেক সুস্বাদু খাবারের সাথে বন্ধু এবং পরিবারের সাথে ঈদ কাটানো একটি বিশুদ্ধ আশীর্বাদ; আপনার জীবনে যদি সেগুলি থাকে তবে নিজেকে ভাগ্যবান মনে করুন! ঈদ মোবারক।

যতক্ষণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ততক্ষণ কোনো মন্দ আপনার হৃদয়কে স্পর্শ করতে পারবে না এবং কোনো দুঃখই আপনার দিনকে নষ্ট করতে পারবে না। এই ঈদে আপনার জীবন আনন্দ এবং আনন্দে ভরে উঠুক! ঈদ মোবারক।

যেহেতু সমস্ত মাসের মধ্যে পবিত্রতম মাস শেষ হতে চলেছে, আমি চাই আপনি জানুন যে আমি আপনার জন্য প্রার্থনা করছি যাতে আপনি সুস্বাস্থ্য এবং সুখী দিনগুলি নিয়ে আশীর্বাদ করেন। ঈদ মোবারক!

ভাই ও বোন, বন্ধু ও পরিবার, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমার হৃদয়ের গভীর থেকে, আমি প্রার্থনা করি যে সর্বশক্তিমান আমাদের জীবনকে সুন্দর করে এবং আমাদের সংগ্রামকে অর্থবহ করে তোলে। আমীন।

ঈদ মোবারক উক্তি ২০২২

ঈদ মোবারক উক্তি ২০২২ মধ্য দিয়ে বাংলার ছন্দের মিলন দেখা যায়। কারণ উক্তিগুলো এমনভাবে তৈরি করা হয় সেখানে যেন বাঙালির ভাষার ছন্দের ছড়াছড়ি থাকে। আপনারা যারা উক্তির মাধ্যমে আপনাদের প্রয়োজন এবং মুসলিম ভাই ও বোনদের কে ঈদ এর শুভেচ্ছা জানাতে চান তাদের জন্য আমরা ঈদ মোবারক উক্তি নিয়ে এসেছি।

আপনারা আমাদের এখান থেকে এই সকল উক্তি খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং আপনার প্রয়োজনে যেকোনো সোশ্যাল মিডিয়াতে শক্তি ব্যবহার করে সকলকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন।

প্রিয়জনদের সাথে আনন্দের সাথে ঈদ কাটুক সবার। তবে অবশ্যই করোনাকালিন সচেতনতার কথা ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক💕
বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি পবিত্র ঈদ উল আযহার অনেক অনেক শুভেচ্ছা। **ঈদ মোবারক।।
ঈদ🌙 আপনার ও পরিবারের জন্য বয়ে আনুক অনিঃশেষ আনন্দ ও প্রশান্তি। ঈদ মোবারক।
 আগের সব কষ্ট,,,,, করে ফেল নষ্ট। ঈদের দিনে সবার প্রাণে,,,, কেউ রেখ না দুঃখ মনে। শুভ হোক ঈদের দিন, খুশি থাকো সারা দিন। ঈদ মোবারক।
নতুন আলো নতুন ভোর,,,, আসলো আনন্দের প্রহর। পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই ঈদের প্রীতি। ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক কিছু কথা ২০২২

ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি।
”ঈদ মোবারাক”

আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে।
আজ সুখ হবে সীমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
”ঈদ মোবারাক !!

স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দূরে যাক,সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,ঈদ মোবারাক তোমার জন্য।
“ঈদ মোবারাক!”

অগ্রিম ঈদ মোবারক ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে।
”ঈদ মোবারক”

ঈদ মোবারক মেসেজ ২০২২

আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি তাকে যারা আমাদের কাছে বিশেষ মানুষ। আর এই বিশেষ মানুষকে বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে সবারই ভালো লাগে এবং জানাতে ইচ্ছে করে। তাই আপনারা যাতে আপনাদের বিশেষ মানুষকে ঈদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে একটি সুন্দর মেসেজ পাঠাতে পারেন তার জন্য আমরা কিছু ঈদ মোবারক মেসেজ ২০২২ নিয়ে এসেছি।

দূর আকাশ থেকে পড়ে গেছে ওই চাঁদের নজর। সেই চাঁদটি আমাদের জানিয়ে দিলো সেই আনন্দের ঈদের খবর। ঈদের খুশি আজ আকাশ বাতাস জুড়ে, আগলে রাখ সেই আনন্দের মুহূর্ত গুলো তোমার বাহুডোরে।

তোমায় বলছি আমি আজ আমার মনে আছে যত কথা। ঈদের এই খুশির দিনে রেখোনা তোমার মনের যত আছে দুঃখ ব্যথা। খুশির এই দিনে পূর্ণতা পাক তোমার মনের মধ্যে আছে যত আশা ভরসা। আর সে কারণেই বিশেষ এই দিনে তোমাকে জানাচ্ছি ঈদের ভালোবাসা। পবিত্র ঈদ মোবারক শুভেচ্ছা নিও।

তোমার মনের মধ্যে যত স্বপ্ন আসে তার সবগুলোর পূরণ হোক, তোমার জীবনের হাসি কান্না ভুলে গিয়ে সুখের সাগরে ভেসে নতুন একটি জীবনের শুরু হোক। ভালো কাটুক তোমার অতীতের দিনগুলো। আর সেই কারণেই ঈদের এই পবিত্র দিনে তোমাকে জানাচ্ছি ঈদ মোবারক শুভেচ্ছা।

তোমার জীবনে আছে যত সোনালী সকাল, তোমার জীবনে আছে যত রোদেলা দুপুর, তোমার জীবনে আছে যত পড়ন্ত বিকেল, তোমার জীবনে আছে যত গোধূলি সন্ধ্যা, তোমার জীবনে আছে যত চাঁদনী রাত, তার সবকিছুকে তুমি রাঙিয়ে নাও, শুরু করো নতুন করে। শুরু হোক তোমার নতুন জীবনের পথচলা। আর এই কামনা করি তোমাকে জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক।

আমাদের জীবনে যত আছে দুঃখের দিন, আজকে আমাদের ঈদের খুশির দিন। তাই আমাদের জীবনের সকল দুঃখ কষ্টকে আজ ভুলে গিয়ে জীবনকে সাজিয়ে করে নাও রঙ্গিন। আনন্দের ওই নতুন সাগরে হারিয়ে যাওয়া সীমাহীন। কারণ আজকে হল পবিত্র ঈদের দিন।

বন্ধু তোমাকে বলছি আমার মনের কথা, ঈদের এই পবিত্র দিনে মনের মধ্যে রেখো না কোনো দুঃখ ব্যথা। সৃষ্টিকর্তার কাছে চাও তোমার ভেতরে আছে যত চাওয়া। সুযোগ থাকলে পূর্ণতা পাবে তোমার সকল চাওয়া পাওয়া। পবিত্র ঈদ মোবারক শুভেচ্ছা।

সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
ঈদ মোবারাক 

রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
ঈদ মোবারাক

প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা

আমার সুন্দরী প্রিয়াকে ঈদ মোবারক। আমার জীবনে তোমাকে থাকা প্রতিটি উপলক্ষকে শতগুণ বেশি আনন্দময় করে তোলে! ঈদের শুভেচ্ছা নিও।

ঈদ মোবারক আমার প্রিয়া! আমি আপনার জন্য হাসি এবং আনন্দে ভরা একটি দুর্দান্ত ঈদ কামনা করি। ঈদের শুভেচ্ছা।

আমার প্রিয় প্রিয়জনকে একটি বিশেষ ঈদের দিন শুভেচ্ছা জানাই। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সবসময় এভাবেই একসাথে রাখেন। আমীন।

ঈদ মোবারক, প্রিয়তমা। আল্লাহ আপনাকে সব ক্ষতি থেকে হেফাজত করুন এবং হাসিখুশি রাখুন। আমীন।

আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদেরকে একই পথ ভাগাভাগি করার জন্য একত্রিত করেছেন। এখন, পবিত্র ঈদ প্রায় দরজায় কড়া নাড়ছে একই আনন্দ এবং আনন্দ ভাগাভাগি করা যাক! ঈদ মোবারক!

ঈদ মোবারক! আমি কখনোই আশা করিনি যে আমাকে এভাবে ভালোবাসবে। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ ও সুখী রাখুন। এই ঈদ বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। আমীন।

ইতিমধ্যে আপনারা আমাদের এই আর্টিকেল থেকে ঈদ মোবারক শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, কিছু কথা, মেসেজ ২০২২ জানতে পেরেছেন এবং আপনারা আমাদের এখান থেকে এই সকল শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি এবং মেসেজ গুলো সংগ্রহ করে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি ঈদুল আযহা বা ঈদ সম্পর্কিত আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের জন্য আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা “ ঈদ মোবারক”।

Examresultbd

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Examresultbd. Follow us on Google+ To Get Result Updates.

Related Articles

Back to top button